Advertisement
০৯ মে ২০২৪

বাড়ল প্যারোলে মুক্তির মেয়াদ

বছর দুয়েকের বেশি জেলে কাটানোর পরে প্রথম বার প্যারোলে মুক্তি পেয়েছিলেন গত মে মাসে। সেই স্বস্তি আরও কিছু দিন বহাল রইল সহারা কর্তা সুব্রত রায়ের। শুক্রবার সুপ্রিম কোর্ট ফের তাঁর মুক্ত থাকার মেয়াদ বাড়িয়েছে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

সহারা কর্তা সুব্রত রায়।

সহারা কর্তা সুব্রত রায়।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৪
Share: Save:

বছর দুয়েকের বেশি জেলে কাটানোর পরে প্রথম বার প্যারোলে মুক্তি পেয়েছিলেন গত মে মাসে। সেই স্বস্তি আরও কিছু দিন বহাল রইল সহারা কর্তা সুব্রত রায়ের। শুক্রবার সুপ্রিম কোর্ট ফের তাঁর মুক্ত থাকার মেয়াদ বাড়িয়েছে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। সে দিনই পরের শুনানি।

বাজার থেকে সহারার বেআইনি ভাবে তোলা টাকা লগ্নিকারীদের ফেরত দেওয়া নিয়ে সেবির সঙ্গে মামলায় ২০১৪ সালের ৪ মার্চ থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন সুব্রতবাবু। লখনউয়ে মা ছবি রায়ের মৃত্যুর পরে মানবিকতার খাতিরে তাঁকে প্রথম বার চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেয় শীর্ষ আদালত। লগ্নিকারীদের ফেরানোর জন্য টাকা জোগাড়ের সুযোগ দিয়ে সেই মেয়াদ তারপর আরও কয়েক দফায় বাড়ানো হয়। শেষ বার বাড়ে গত ৩ অগস্ট। তখন মুক্ত থাকার শর্ত হিসেবে সুব্রতবাবুকে সেবির কাছে ৩০০ কোটি টাকা জমার নির্দেশ দিয়েছিল আদালত। ওই দফার মেয়াদই শেষ হয় শুক্রবার।

এ দিন ফের প্যারোলে মুক্তির মেয়াদ বাড়িয়ে সহারা-কর্তাকে আরও কিছু দিন সময় দিলেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ। সহারার আইনজীবী জানিয়েছেন, তাঁরা সেবি-সহারা অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩৫৩ কোটির ড্রাফ্ট জমা দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Subrata Roy SC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE