আদালত অবমাননার মামলায় বিজয় মাল্যকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে তাঁকে উত্তর দিতে বলা হয়েছে। স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের অভিযোগ ছিল, শীর্ষ আদালতের নির্দেশ মেনে কিংগ্ফিশার কর্তা সব সম্পত্তির তথ্য জমা দেননি। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগির দাবি, মাল্যের দেওয়া বহু তথ্য ভুল। তথ্য গোপনও করা হয়েছে। এর পরই এই নোটিস। এ দিকে, ব্যাঙ্কগুলিকে ৬,০০০ কোটি টাকা ঋণ ফেরাতে তারা বাধ্য নয় বলে দাবি কিংগ্ফিশার এয়ারলাইন্সের। তাদের যুক্তি, ব্যাঙ্কই ঋণের চুক্তি ভেঙেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy