Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তিন দিনে সূচক উঠল ৭৪০

সূচকের উত্থানের পিছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে বেশ কিছু সংস্থার আর্থিক ফল উল্লেখযোগ্য ভাবে ভাল হওয়া।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ০১:৫৩
Share: Save:

আক্ষরিক অর্থেই রকেট গতিতে উঠছে সূচক। মাত্র ১৭ দিনের লেনদেনেই ১৭ জানুয়ারি ১ হাজার পয়েন্ট টপকে ৩৫ হাজারে পৌঁছেছিল সেনসেক্স। তার পর থেকে এ বার মাত্র তিন দিনের লেনদেনেই তা বাড়ল ৭৪০ পয়েন্ট। সোমবার সেনসেক্স আগের দিনের থেকে ২৮৬.৪৩ পয়েন্ট বেড়ে এসে দাঁড়াল ৩৫,৭৯৮.০১ অঙ্কে। নিফ্‌টিও দাঁড়িয়ে ১১ হাজারের মুখে। আগের দিনের থেকে ৭১.৫০ পয়েন্ট বেড়ে এ দিন তা ঠেকেছে ১০,৯৬৬.২০ অঙ্কে।

সূচকের উত্থানের পিছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে বেশ কিছু সংস্থার আর্থিক ফল উল্লেখযোগ্য ভাবে ভাল হওয়া। দ্বিতীয়ত, সম্প্রতি জিএসটি পরিষদের বৈঠকে আরও একগুচ্ছ পণ্যে কর কমা। তৃতীয়ত, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির দ্রুত বিনিয়োগের পরিমাণ বাড়ানো।

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি বেশ কিছু দিন ভারতের বাজারে বিনিয়োগ করা থেকে হাত গুটিয়ে রেখেছিল। কিন্তু এ দিন তারা শেয়ার কিনেছে ১,৫৬৭.৫১ কোটি টাকার। এই নিয়ে গত মাত্র দু’দিনেই তাদের লগ্নি দাঁড়িয়েছে ২,৫৫৫.৭৬ কোটি।

বিশেষত মিউচুয়াল ফান্ডগুলির লগ্নির দৌলতে বাজারে তেজী ভাব চলছে। তার উপর শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলির আর্থিক ফল ভাল হওয়ার কারণে ভারতের শেয়ার বাজার এ বার ক্রমশ বাড়বে বলে মনে করছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। যে কারণে তারাও লগ্নি বাড়িয়েছে বলে শেয়ার বাজার সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE