Advertisement
E-Paper

বিপদঘন্টি টিডিপি আর ট্রাম্প-শুল্কে

একে মার্কিন শুল্ক অস্ত্রে বিশ্ব জুড়ে দামামা বেজেছে বাণিজ্য-যুদ্ধের। তার উপর দেশে শরিক তেলুগু দেশম পার্টি (টিডিপি) এনডিএ-র সঙ্গ ছাড়ায় ও মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় ঘনিয়েছে রাজনৈতিক অস্থিরতার মেঘ। আর এই জোড়া আক্রমণে শুক্রবার টালমাটাল হয়েছে শেয়ার বাজার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৩:০১

একে মার্কিন শুল্ক অস্ত্রে বিশ্ব জুড়ে দামামা বেজেছে বাণিজ্য-যুদ্ধের। তার উপর দেশে শরিক তেলুগু দেশম পার্টি (টিডিপি) এনডিএ-র সঙ্গ ছাড়ায় ও মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় ঘনিয়েছে রাজনৈতিক অস্থিরতার মেঘ। আর এই জোড়া আক্রমণে শুক্রবার টালমাটাল হয়েছে শেয়ার বাজার। সেনসেক্স এক ধাক্কায় পড়েছে প্রায় ৫১০ পয়েন্ট। দাঁড়িয়েছে ৩৩,১৭৬ অঙ্কে। এক দিনে বাজার থেকে মুছে গিয়েছে লগ্নিকারীদের ১.৮৬ লক্ষ কোটি টাকা।

বিশেষজ্ঞেরা বলছেন, অনুৎপাদক সম্পদের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিলই। লগ্নিকারীদের উদ্বেগ বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক প্রতারণার ঘটনা। এই অবস্থায় টিডিপির অনাস্থা প্রস্তাবের জেরে মোদী সরকারের স্থায়িত্ব নিয়েই আশঙ্কা দানা বেঁধেছে।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিকের মতে, ‘‘বাজার দ্রুত ওঠার অন্যতম কারণ ছিল সরকারের স্থায়িত্বের ভরসা। কিন্তু উত্তরপ্রদেশে উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পরে টিডিপির অনাস্থা প্রস্তাব এ নিয়েই আশঙ্কা তৈরি করেছে।’’ স্টুয়ার্ট সিকিউরিটি়জের চেয়ারম্যান কমল পারেখেরও দাবি, ‘‘বাজার অনিশ্চিত। ভারতীয় সংস্থাগুলি এ দিন ৭৭০ কোটি টাকার শেয়ার বেচেছে। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ১৫০ কোটির।’’

বিএনকে ক্যাপিটাল মার্কেটসের এমডি অজিত খন্ডেলওয়াল বলেন, ‘‘২০১৮-’১৯ সাল বাজারের পক্ষে ভাল যাবে কি না সংশয় তৈরি হয়েছে। ব্যাঙ্ক শিল্পে সমস্যার জেরে ঋণ পেতে অসুবিধার পাশাপাশি রাজনৈতিক অনিশ্চয়তাও চেপে বসেছে।’’ পতনে ইন্ধন জোগাচ্ছে বাণিজ্য-যুদ্ধের ভয়ও। যার জেরে এশিয়ার বেশির ভাগ বাজার পড়েছে। ঝিমিয়ে ছিল ইউরোপের অনেক সূচকও।

Sensex TDP NDA Donald Trump Tariff Steel Nifty সেনসেক্স
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy