Advertisement
০৩ মে ২০২৪

বাজার উঠল ৫০০ পয়েন্ট

ক্রমশ তেজী হচ্ছে শেয়ার বাজার। সোমবার সেনসেক্স এক লাফে বাড়ল ৪৯৯.৭৯ পয়েন্ট। দাঁড়াল ২৭,৬২৬.৬৯ অঙ্কে। নিফ্‌টিও ১৪৪.৭০ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ৮,৪৬৭.৯০ অঙ্কে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ০২:২০
Share: Save:

ক্রমশ তেজী হচ্ছে শেয়ার বাজার। সোমবার সেনসেক্স এক লাফে বাড়ল ৪৯৯.৭৯ পয়েন্ট। দাঁড়াল ২৭,৬২৬.৬৯ অঙ্কে। নিফ্‌টিও ১৪৪.৭০ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ৮,৪৬৭.৯০ অঙ্কে।

এই দিন ডলারের সাপেক্ষে টাকার দামও ২৪ পয়সা বেড়েছে। এক ডলার হয়েছে ৬৭.১৩ টাকা। এই নিয়ে টানা তিন দিনে মোট ৩২ পয়সা উঠল টাকা।

বিশেষজ্ঞদের দাবি, দেশে ভাল বর্ষার ইঙ্গিত ও চাঙ্গা বিশ্ব বাজারের প্রভাবে ভারতে দ্রুত উঠছে শেয়ার সূচক। আমেরিকায় কর্মসংস্থান বেড়েছে বলে প্রকাশিত খবরও উত্থানে ইন্ধন জুগিয়েছে। বাজারমহলের দাবি, এর উপর সংসদের বাদল অধিবেশনে পণ্য-পরিষেবা বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হয়ে ওঠাও শেয়ার বাজাকে চাঙ্গা করতে রসদ জুগিয়েছে।

ভারতের শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠার এই সব ইঙ্গিত দেখে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও এ দেশের পুঁজি ঢালার বহর বাড়াচ্ছে। তারা গত শুক্রবার ভারতের বাজারে লগ্নি করেছে ৩৩০.৬২ কোটি টাকা। শেয়ার বাজার সূত্রের খবর, ফিরে আসতে শুরু করেছেন খুচরো বিনিয়োগকারীরাও। যা বাজারে সূচকের উত্থানের গতি আরও বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE