Advertisement
০৮ মে ২০২৪

আট দিনে হাজারের বেশি উঠল সেনসেক্স

সূচকের এই রকেট গতির উত্থান নিয়ে অবশ্য বিশেষজ্ঞদের একাংশ চিন্তিত। তাঁদের ধারণা, এই উত্থান কৃত্রিম।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ০১:২৭
Share: Save:

মাত্র ৮ দিনের লেনদেনেই হাজার পয়েন্টেরও বেশি বাড়ল সেনসেক্স। ভারতে ব্যবসা করার পরিবেশের উন্নতি হয়েছে বলে বিশ্বব্যাঙ্কের শিরোপা নিয়ে দেশের বিভিন্ন মহল ভুরু কোঁচকালেও, এর জেরে তেতে উঠেছে শেয়ার বাজার। বুধবার সেনসেক্স ৩৮৭.১৪ পয়েন্ট উঠে দাঁড়িয়েছে ৩৩,৬০০.২৭ অঙ্কে। ফলে এই নিয়ে ৮ দিনে ১,২১০.৩০ পয়েন্ট বেড়েছে সূচকটি। নিফ্‌টিও ১০৫.২০ বেড়ে হয়েছে ১০,৪৪০.৫০ অঙ্ক।

সূচকের এই রকেট গতির উত্থান নিয়ে অবশ্য বিশেষজ্ঞদের একাংশ চিন্তিত। তাঁদের ধারণা, এই উত্থান কৃত্রিম। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি ও স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ বলেন, ‘‘বলা হচ্ছে, ভারতে ব্যবসা করার পরিবেশ ভাল হয়েছে। কিন্তু ব্যাঙ্কগুলি জানাচ্ছে, তাদের কাছে শিল্প ঋণের চাহিদা নেই। অনেক শিল্পপতিই ব্যবসায় মন্দা চলায় ধার শোধ করতে পারছেন না। তাই কেন বাজার এত উঠছে, বোঝা মুশকিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE