Advertisement
E-Paper

সেনসেক্স ফের ৮০ হাজার পার! ১১০ দিন পর মাইলফলক স্পর্শ করল সূচক, বাজারে ফের ‘বুলিশ ট্রেন্ড’

১১০ দিন পর ফের ৮০ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স। টানা সাতটি লেনদেনের সেশনে ঊর্ধ্বমুখী রয়েছে বাজার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৬:৪১
Representative Picture

—প্রতীকী ছবি।

শেয়ারে লগ্নিকারীদের তুঙ্গে বৃহস্পতি! ১১০ দিন পর ফের ৮০ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স। ঊর্ধ্বমুখী নিফটিও। চলতি বছরের ৩ জানুয়ারি শেষ বার ৮০ হাজারের গণ্ডি ছোঁয় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার সূচক। তার পর থেকে ক্রমাগত নিম্নমুখী ছিল সূচক। অবশেষে এপ্রিলের গোড়া থেকেই পুরনো মেজাজে ফিরেছে বাজারে। এ হেন চাঙ্গা ভাব আপাতত বজায় থাকবে বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা।

বুধবার, ২৩ এপ্রিল, বাজার বন্ধ হলে দেখা যায় ৮০,১১৬.৪৯ পয়েন্টে গিয়ে থেমেছে বিএসইর সূচক। ফলে সেনসেক্সে ৫২০.৯০ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে। শতাংশের নিরিখে এটি প্রায় ০.৬৫। দিনের মধ্যে অবশ্য সর্বোচ্চ ৮০,২৫৪.৫৫ পয়েন্টে ওঠে সেনসেক্স। অন্য দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক চড়েছে ১১৫.১০ পয়েন্ট।

এ দিন ২৪,২৮২.৩৫ পয়েন্টে ওঠে নিফটি ৫০। এতে ০.৪৮ শতাংশের উত্থান দেখা গিয়েছে। এনএসইর এই সূচক দিনের মধ্যে সর্বোচ্চ ওঠে ২৪,৩৫৯.৩০ পয়েন্টে। উল্লেখ্য, ফের ৮০ হাজারের গণ্ডি পেরোতে মোট ৭৩টি সেশন নিল সেনসেক্স। তাৎপর্যপূর্ণ বিষয় হল, টানা সাতটি লেনদেনের দিনে ঊর্ধ্বমুখী রইল বাজার।

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন ১,৯৮৯টি শেয়ারের বেড়েছে দাম। আর দর পড়েছে ১,৮৩২টি স্টকের। এ ছাড়া ১৪১টি শেয়ারের দামের কোনও পরিবর্তন হয়নি। নিফটিতে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সূচক ৩.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এনএসসিতে মাঝারি পুঁজির সংস্থাগুলির স্টকের দাম এক শতাংশ বেড়েছে। আর নিফটি স্মল ক্যাপ ১০০-র স্টকগুলি চড়েছে ০.৪ শতাংশ।

এনএসইতে এ দিন এইচসিএল টেক, উইপ্রো, টেক মাহিন্দ্রা, টাটা মোটর্‌স এবং ইনফোসিসের লগ্নিকারীরা সর্বাধিক লাভবান হয়েছেন। অন্য দিকে গ্রেসিম, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) স্টকে বিনিয়োগকারীদের লোকসানের মুখ দেখতে হয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Stock Market Nifty Today Bombay Stock Exchange National Stock Exchange
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy