Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চার দিনে সেনসেক্স বাড়ল ৭১৮ অঙ্ক

আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ ভারতের রেটিং বাড়ানোর পর থেকেই দ্রুত বাড়ছে শেয়ার বাজার। মঙ্গলবারও সেনসেক্স বাড়ল ১১৮.৪৫ পয়েন্ট এবং নিফ্‌টি ২৮.১৫। এই নিয়ে টানা চার দিনে সেনসেক্সের উত্থান প্রায় ৭১৮ পয়েন্ট। দিনের শেষে সেনসেক্স থামে ৩৩,৪৭৮.৩৫ অঙ্কে এবং নিফ্‌টি ১০,৩২৬.৯০ অঙ্কে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ০৩:৪১
Share: Save:

আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ ভারতের রেটিং বাড়ানোর পর থেকেই দ্রুত বাড়ছে শেয়ার বাজার। মঙ্গলবারও সেনসেক্স বাড়ল ১১৮.৪৫ পয়েন্ট এবং নিফ্‌টি ২৮.১৫। এই নিয়ে টানা চার দিনে সেনসেক্সের উত্থান প্রায় ৭১৮ পয়েন্ট। দিনের শেষে সেনসেক্স থামে ৩৩,৪৭৮.৩৫ অঙ্কে এবং নিফ্‌টি ১০,৩২৬.৯০ অঙ্কে।

তবে বাজার কিন্তু এখনও অনিশ্চয়তার কবল থেকে মুক্ত হতে পারেনি। সেই কারণেই সূচক উপরে উঠলেও সেখানে তা স্থায়ী হওয়া নিয়ে সংশয় রয়েছে লগ্নিকারীদের মনে। ফলে দিনের শুরুতে সূচক উপরের দিকে উঠলেও শেষ পর্যন্ত সেখানে থিতু হতে পারছে না। লেনদেনের দ্বিতীয়ার্ধে মুনাফার টাকা তুলে নিতে শেয়ার বিক্রির হিড়িকে নেমে আসছে সূচকের পারা। বিশেষজ্ঞদের মতে, বাজারের অনিশ্চয়তাই এর কারণ। শেয়ার হাতে ধরে রাখতে ভরসা পাচ্ছেন না লগ্নিকারীরা।

এ দিকে এই দিন অনেকটাই বেড়েছে রিলায়্যান্স কমিউনিকেশন্সের শেয়ার দর। দিল্লি এবং চেন্নাইয়ে অনিল অম্বানীর ওই সংস্থার যে-জমি রয়েছে, তা বিক্রির ব্যাপারে সংস্থার ঋণদাতারা অনুমোদন দিয়েছে। এর প্রভাবেই শেয়ার দর এ দিন দ্রুত বেড়েছে বলে সংবাদ সংস্থার খবর।

ডলারে টাকার দামও এ দিন বেড়েছে ২২ পয়সা। দিনের শেষ প্রতি ডলারের দাম ছিল ৬৪.৮৯ টাকা। গত দু’সপ্তাহে সর্বাধিক। চাঙ্গা বাজার এবং রফতানিকারী ও ব্যাঙ্কের তরফে ডলার বিক্রিই টাকার দাম বাড়ার কারণ বলে বাজার সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE