Advertisement
২০ এপ্রিল ২০২৪
Business News

আমেরিকায় সুদের হার বাড়ার জল্পনা, হু হু ধস ভারতের শেয়ার বাজারে

ফের ধসের মুখে শেয়ার বাজার। সোমবার সকালে ব্যবসা শুরু হতেই হু হু করে ধস নামল সেনসেক্স এবং নিফটিতে। গত আড়াই মাসে এর চেয়ে বড় ধাক্কা খায়নি ভারতীয় শেয়ার বাজার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২১
Share: Save:

ফের ধসের মুখে শেয়ার বাজার। সোমবার সকালে ব্যবসা শুরু হতেই হু হু করে ধস নামল সেনসেক্স এবং নিফটিতে। গত আড়াই মাসে এর চেয়ে বড় ধাক্কা খায়নি ভারতীয় শেয়ার বাজার। আমেরিকায় সুদের হারে পরিবর্তন হতে পারে বলে জল্পনা শুরু হতেই ভারতের শেয়ার বাজারে এই ধাক্কা লেগেছে।

সোমবার বাজার খুলতেই ধস নামতে শুরু করে শেয়ার সূচকে। সেনসেক্স ৫৫০ পয়েন্ট পড়ে পৌঁছে যায় ২৮২৫১ তে। নিফটিতে পতন হয় ১৭০ পয়েন্ট্রে। ৮৬৯৯ তে গিয়ে থামে নিফটি। শেয়ার বাজারে এই ধসের ফলে টাকারও দামও কিছুটা পড়েছে। ২৫ পয়সা দাম কমে গিয়ে ১ ডলারের দাম দাঁড়িয়েছে ৬৬ টাকা ৯৩ পয়সা। এই ধস অবশ্য শুধু ভারতের বাজারে নয়। গোটা বিশ্বেই এই ধাক্কা লেগেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহেই সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করবে বলে সোমবার সকাল থেকে জল্পনা শুরু হয়। আমেরিকার মতো সুবৃহৎ অর্থনীতি সুদের হার বাড়ালে, বারতের মতো উঠতি অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কমে যায়। সেই আশঙ্কা থেকেই আজ সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঝুঁকিপূর্ণ শেয়ার বিক্রি করে দেওয়ার ঢল নামে। তার জেরেই পতন ঘটে শেয়ার সূচকে।

ভারতের শেয়ার সূচকে এত বড় ধস শেষ বার দেখা গিয়েছিল ২৪ জুন। ব্রিটেনে গণভোটের ফল প্রকাশের পর যখন দেখা গিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছে ব্রিটেন, তখন টালামাটাল হয়েছিল গোটা বিশ্বের শেয়ার বাজারই। সে সময় ধাক্কা লাগে ভারতের শেয়ার বাজারেও। কিন্তু সে পরিস্থিতি দ্রুত সামলেও যায়। প্রায় আড়াই মাস পরে আজ ফের টালমাটাল হল শেয়ার বাজার।

আরও পড়ুন
মাল্যের আরও সম্পত্তি হাতে নেওয়ার পথে ইডি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sensex interest rates
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE