Advertisement
২৪ এপ্রিল ২০২৪
তিন দিনে সূচক বাড়ল ৬০৫

রাজনের দাওয়াইয়ে চাঙ্গা বাজার

রঘুরাম রাজনের দাওয়াইয়ে সপ্তাহভরই বাড়ল ভারতের শেয়ার বাজার। আর, তাতে ইন্ধন জুগিয়েছে বিশ্ব বাজারে চাঙ্গা ভাব। বিশেষজ্ঞদের মতে, ঠিক সময়েই রাজন সুদ ছাঁটাই করেছেন। এর জেরে বাজারে প্রাণ ফিরবে এবং লগ্নিকারীরাও ভরসা করে পুঁজি ঢালতে পারবেন বলে তাঁরা আশাবাদী।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০৩:০৪
Share: Save:

রঘুরাম রাজনের দাওয়াইয়ে সপ্তাহভরই বাড়ল ভারতের শেয়ার বাজার। আর, তাতে ইন্ধন জুগিয়েছে বিশ্ব বাজারে চাঙ্গা ভাব। বিশেষজ্ঞদের মতে, ঠিক সময়েই রাজন সুদ ছাঁটাই করেছেন। এর জেরে বাজারে প্রাণ ফিরবে এবং লগ্নিকারীরাও ভরসা করে পুঁজি ঢালতে পারবেন বলে তাঁরা আশাবাদী।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মঙ্গলবার তার ঋণনীতিতে প্রত্যাশা ছাপিয়ে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমানোর পর থেকে টানা বাড়ছে মুম্বই বাজারের সূচক সেনসেক্স। বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে তার উত্থান প্রায় ৬০৫ পয়েন্ট। আগামী কাল গাঁধী জয়ন্তী উপলক্ষে বাজার বন্ধ। ফলে তিন দিন বন্ধের পরে বাজার খুলবে সোমবার।

বৃহস্পতিবার সেনসেক্স থিতু হয় ২৬,২২০.৯৫ অঙ্কে। বুধবারের তুলনায় যা ৬৬.১২ পয়েন্ট বেশি। গত ৩১ অগস্টের পরে এত উপরে ওঠেনি সেনসেক্স। এ দিন এক সময়ে সেনসেক্স প্রায় ৩০০ পয়েন্ট বাড়লেও, শেষ পর্যন্ত লগ্নিকারীরা লাভের টাকা ঘরে তোলার জন্য শেয়ার বিক্রি করতে শুরু করায় তা কিছুটা নেমে আসে। বিশেষ করে বিক্রির চাপ ছিল গাড়ি ও আবাসন সংস্থার শেয়ারে। রফতানি বাড়ার সম্ভাবনায় অনেকটা বেড়ে যায় টিসিএস ও ইনফোসিসের শেয়ার দর। ওষুধ সংস্থা লুপিন-এর দরও বেড়ে যায় ভাল আর্থিক ফলাফলের আশায়। তবে এইচসিএল টেকনোলজিস আয় কমার ইঙ্গিত দেওয়ায় পড়েছে তার শেয়ার দর। পাশাপাশি, আর্থিক পরিষেবা সংস্থা মার্কিটের সমীক্ষা অনুসারে ভারতে শিল্পের বিপণন সূচক বা নিক্কেই ম্যানুফ্যাকচারিং পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স সেপ্টেম্বরে নেমেছে গত ৭ বছরে সবচেয়ে নীচে, ৫১.২ অঙ্কে। অগস্টে তা ছিল ৫২.৩।

আরবিআই সুদ কমানো ছাড়াও বাজার বিশেষজ্ঞদের মতে সূচক ওঠার পিছনে যে-সব কারণ কাজ করেছে, তার মধ্যে রয়েছে: • মার্কিন বাজার বুধবার চাঙ্গা থাকার জেরে আজ এশিয়া ও ইউরোপের সূচক বাড়া • ভারতে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থাগুলির ভাল আর্থিক ফলের আশা • রাজকোষ ঘাটতি এপ্রিল থেকে অগস্টে বছরের লক্ষ্যমাত্রার ৬৬.৫ শতাংশে নেমে আসা • বিদেশি লগ্নিকারীদের শেয়ার কেনায় উৎসাহ।

এ দিন শুরু থেকেই চাঙ্গা ছিল এশিয়ার বিভিন্ন বাজার। চিনের আর্থিক অবস্থা ধীরে ধীরে শোধরানোর ইঙ্গিতে সকালেই জাপান-সহ বিভিন্ন এশীয় বাজার বাড়তে থাকে। গত কাল ওয়াল স্ট্রিট চাঙ্গা থাকার প্রভাবে খোলার পরে বাড়ে ইউরোপের বাজারও। তবে বৃহস্পতিবার খোলার পরে পড়েছে মার্কিন বাজার।

বিদেশি লগ্নিকারীদের শেয়ার কেনায় আগ্রহ এ দিন টেনে তোলে টাকাকে। দিনের শেষে প্রতি ডলারের দাম ৭ পয়সা কমে দাঁড়ায় ৬৫.৫১ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sensex mumbai india share
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE