Advertisement
০৫ মে ২০২৪

মুনাফার টাকা তোলার জেরে পড়ল সূচক

মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য শেয়ার বিক্রির হিড়িকে কিছুটা পড়ল শেয়ার বাজার। মঙ্গলবার সেনসেক্স পড়েছে ৪৮.৬৩ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক ছিল ২৮,৯৯৯.৫৬ অঙ্কে। অন্য দিকে নিফ্‌টি ১৬.৫৫ পয়েন্ট পড়ে শেষ হয় ৮,৯৪৬.৯০ অঙ্কে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:১২
Share: Save:

মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য শেয়ার বিক্রির হিড়িকে কিছুটা পড়ল শেয়ার বাজার। মঙ্গলবার সেনসেক্স পড়েছে ৪৮.৬৩ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক ছিল ২৮,৯৯৯.৫৬ অঙ্কে। অন্য দিকে নিফ্‌টি ১৬.৫৫ পয়েন্ট পড়ে শেষ হয় ৮,৯৪৬.৯০ অঙ্কে।

গত কয়েক দিন ধরেই বাড়ছিল শেয়ার বাজার। আগের দিন অর্থাৎ সোমবার সেনসেক্স এক লাফে বেড়ে যায় প্রায় ২১৬ পয়েন্ট। চড়া বাজারে মুনাফার টাকা তুলে নেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছিল, এই দিন লগ্নিকারীরা তা কাজে লাগান।

তবে শেয়ার বাজার কিছুটা পড়লেও বেড়েছে টাকার দাম। এই দিন টাকার দাম ৪ পয়সা বাড়ার ফলে বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময় প্রতি ডলারের দাম এসে দাঁড়ায় ৬৬.৬৭ টাকা। এই নিয়ে টানা দুই দিন বাড়ল টাকার দাম। ওই দুই দিনে বৃদ্ধির পরিমাণ ১৪ পয়সা।

এক দিকে ব্যাঙ্ক এবং রফতানিকারীদের ডলার বিক্রি, অন্য দিকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ারে বিনিয়োগের বহর বৃদ্ধি, এই দুটিই টাকার দাম বাড়ার পিছনে প্রধান কারণ ছিল বলে বিদেশি মুদ্রার বাজার সূত্রের খবর। উল্লেখ্য, শেয়ারে বিনিয়োগের জন্য বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতের বাজারে ডলার বিক্রি করে টাকার সংস্থান করে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Share Market Stock Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE