অব্যাহত রয়েছে সূচকের উত্থান। খুব অল্প হলেও মঙ্গলবার বাড়ল শেয়ার বাজার। এই দিন সেনসেক্স বেড়েছে ১২.৭৫ পয়েন্ট। তবে এর আগে টানা চার দিনেই সূচকের উত্থান হয়েছে ১,৬৪৪.৪৮ পয়েন্ট। এ দিন বাজার বন্ধের সময়ে সেনসেক্স থামে ২৪,৬৫৯.২৩ অঙ্কে। তবে এ দিন খুব সামান্য কমেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্টি।
তবে টানা ছ’দিন ওঠার পরে এ দিন পড়েছে টাকার দাম। ডলারের সাপেক্ষে টাকা ২৭ পয়সা পড়ে যায়। ফলে লেনদেন শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৭.৩৫ টাকা।
এ দিন অবশ্য লেনদেন শুরুর পরে দ্রুত বেড়েছিল বাজার। কিন্তু পরের দিকে মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য লগ্নিকারীরা শেয়ার বিক্রি করতে থাকেন। যার জেরে নেমে আসে সূচকের পারা। জাস্টডায়াল সংস্থার শেয়ার এ দিন ওই কারণেই এক ধাক্কায় পড়েছে ১৪ শতাংশ।
এশিয়ার অধিকাংশ শেয়ার সূচকের মুখ এ দিন ছিল নীচের দিকে। চিনের রফতানি বাণিজ্য উল্লেখযোগ্য ভাবে কমার খবরের বিরূপ প্রভাবই এশীয় বাজারের পতনের কারণ বলে খবর সংবাদ সংস্থার।