E-Paper

এই সপ্তাহেই বাজারে চারটি সংস্থার শেয়ার

২৮ ও ২৯ মে বাজারে নথিভুক্ত হওয়ার কথা বোরানা উইভস এবং বেলরাইস ইন্ডাস্ট্রিজ়-এর। কাজেই সপ্তাহভর জমজমাট থাকবে আইপিও-র বাজার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ০৬:৩৬
একসঙ্গে খুলতে চলেছে চারটি সংস্থার আইপিও।

একসঙ্গে খুলতে চলেছে চারটি সংস্থার আইপিও। —প্রতীকী চিত্র।

বছরের শুরুতে থমকে থাকার পরে এখন ফের বাজারে প্রথমবার শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহে (আইপিও) আগ্রহ দেখাতে শুরু করেছে বিভিন্ন সংস্থা। যার ফলশ্রুতি হিসেবে কাল থেকে শুরু সপ্তাহে একসঙ্গে খুলতে চলেছে চারটি সংস্থার আইপিও। এই পথে সব মিলিয়ে ৬৬০০ কোটি টাকা তোলার লক্ষ্য স্থির করেছে লীলা প্যালেসেস হোটেলস অ্যান্ড রিসর্টস পরিচালনাকারী সংস্থা স্কোলস ব্যাঙ্গালোর, এগিস ভোপ্যাক টার্মিনালস, প্রোস্টার্ম ইনফো সিস্টেমস এবং স্কোডা টিউবস। তার উপরে ২৮ ও ২৯ মে বাজারে নথিভুক্ত হওয়ার কথা বোরানা উইভস এবং বেলরাইস ইন্ডাস্ট্রিজ়-এর। কাজেই সপ্তাহভর জমজমাট থাকবে আইপিও-র বাজার।

সংশ্লিষ্ট মহলের মতে, অর্থনীতি ঘিরে উৎসাহ চাঙ্গা করেছিল বাজারকে। সেটাই আইপিও-র পথে নামার আগ্রহ তৈরি করে। কিন্তু বেশ কিছু সংস্থার ক্ষেত্রে নথিভুক্তির পরে দাম কমে যাওয়ায় লোকসান হয় লগ্নিকারীদের। মুড়ি-মুড়কির মতো আইপিও ছাড়া নিয়ে সতর্ক হয় নিয়ন্ত্রক সেবি। কিছু নিয়ম কঠোর করে। তার পরেও গতবছর শেয়ার ছাড়ে ৯১টি সংস্থা। তোলে প্রায় ১.৬১ লক্ষ কোটি টাকা। তবে এ বছর প্রথম পাঁচ মাসে মাত্র ১২টি সংস্থা আইপিও এনেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতে চাহিদা কমা, অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা, আন্তর্জাতিক অস্থিরতা পিছনেটেনে রেখেছে শিল্পকে। আমেরিকার চড়া শুল্কের নীতি, অর্থনীতির সম্ভাব্য দুর্বলতা, বিশ্ব জুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও তার জেরে বিশ্ব বাজারের পতনের কারণে ভারতেও সূচক নামে। এতে আগ্রহ হারায় সংস্থাগুলি।

যদিও তথ্য বলছে, মে-র হিসাবে ৫৭টি সংস্থা আইপিও নিয়ে সেবি-র চূড়ান্ত সায় পেয়েছে। আরও ৭৪টি তার অপেক্ষায়। ফলে সব ঠিক থাকলে কয়েক মাসে গতি বাড়তে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Stock Market IPO

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy