Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিস্তারায় লগ্নি বাড়াল সিঙ্গাপুর এয়ার

ভারতে টাটা গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগ বিস্তারায় লগ্নির অঙ্ক বাড়াল সিঙ্গাপুর এয়ারলাইন্স (এসআইএ)। প্রাথমিক পরিকল্পনার তুলনায় বিনিয়োগ দ্বিগুণ করেছে তারা। সংশ্লিষ্ট সূত্রের খবর, এই মুহূর্তে তা ছাড়িয়েছে ৭ কোটি মার্কিন ডলার।

সংবাদ সংস্থা
সিঙ্গাপুর শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ০৩:০১
Share: Save:

ভারতে টাটা গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগ বিস্তারায় লগ্নির অঙ্ক বাড়াল সিঙ্গাপুর এয়ারলাইন্স (এসআইএ)। প্রাথমিক পরিকল্পনার তুলনায় বিনিয়োগ দ্বিগুণ করেছে তারা। সংশ্লিষ্ট সূত্রের খবর, এই মুহূর্তে তা ছাড়িয়েছে ৭ কোটি মার্কিন ডলার।

বিস্তারার উড়ান বাড়ায় উৎসাহিত হয়েই এই বাড়তি লগ্নি বলে ইঙ্গিত সংশ্লিষ্ট মহলের। তবে লগ্নির অঙ্ক স্পষ্ট করে জানায়নি তারা।

দু’বছরের বেশি সময় ধরে ভারতে পরিষেবা দিচ্ছে বিস্তারা। ২০২০ সালের আগে মুনাফার সুযোগ না-থাকলেও, আগামী বছরের জুনে ২০তম বিমানটি হাতে পাবে সংস্থা। ভারতে বিমান পরিবহণ আইন মাফিক অন্তত ২০টি বিমান না-থাকলে বিস্তারা আন্তর্জাতিক উড়ান চালু করতে পারবে না। এসআইএ-ও পশ্চিম এশীয় বিমান সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় এগোতে আন্তর্জাতিক উড়ান চালুর দিকেই তাকিয়ে।

উল্লেখ্য, বিস্তারার ৫১% অংশীদারি টাটা গোষ্ঠীর হাতে। আর বাকি ৪৯% এসআইএ-র। ২০১৩ সালে যৌথ উদ্যোগ তৈরির ঘোষণার সময়ে দু’টি সংস্থা মিলিয়ে মোট লগ্নির অঙ্ক ধরা হয় ১০ কোটি মার্কিন ডলার। কিন্তু বিমান চালানোর বাড়তি খরচ, ভাড়ায় ছাড় ইত্যাদি কারণে বাড়াতে হয়েছে লগ্নি। তবে সংস্থার ভবিষ্যৎ নিয়ে এসআইএ আশাবাদী বলেই তারা অতিরিক্ত পুঁজি ঢালছে বলে সংশ্লিষ্ট মহলের ইঙ্গিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Singapore Airlines Vistara TATA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE