Advertisement
E-Paper

ওপার বাংলায় ক্ষুদ্রশিল্পের বাণিজ্য-দল

ব্যবসা বিস্তারে ওপার বাংলার বাজারকে পাখির চোখ করছে এপারের ছোট ও মাঝারি শিল্প। সেই লক্ষ্যে বাংলাদেশের বণিকসভার সঙ্গে চুক্তি সই করতে আগামী ১৮ অগস্ট সেখানে যাচ্ছে ফেডারেশেন অব অ্যাসোসিয়েশন্স অব কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ (ফ্যাক্সি)-এর এক প্রতিনিধিদল। প্রসঙ্গত, এই প্রক্রিয়া শুরু হয়েছিল বছর দু’য়েক আগেই, যাতে এ বার পাকা সিলমোহর পড়বে। ফ্যাক্সির প্রেসিডেন্ট হিতাংশু গুহ বলেন, “এখানকার ছোট ও মাঝারি শিল্প সে ভাবে রফতানি বাজারের সুযোগ নিতে পারে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ০১:৫২

ব্যবসা বিস্তারে ওপার বাংলার বাজারকে পাখির চোখ করছে এপারের ছোট ও মাঝারি শিল্প। সেই লক্ষ্যে বাংলাদেশের বণিকসভার সঙ্গে চুক্তি সই করতে আগামী ১৮ অগস্ট সেখানে যাচ্ছে ফেডারেশেন অব অ্যাসোসিয়েশন্স অব কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ (ফ্যাক্সি)-এর এক প্রতিনিধিদল।

প্রসঙ্গত, এই প্রক্রিয়া শুরু হয়েছিল বছর দু’য়েক আগেই, যাতে এ বার পাকা সিলমোহর পড়বে। ফ্যাক্সির প্রেসিডেন্ট হিতাংশু গুহ বলেন, “এখানকার ছোট ও মাঝারি শিল্প সে ভাবে রফতানি বাজারের সুযোগ নিতে পারে না। অথচ আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এক সময়ে ভারতেরই অংশ ছিল বলে সেই বাজারের সঙ্গে এ দেশের অনেকটাই মিল। তাই রফতানি ব্যবসার পক্ষে তা সুবিধাজনক।” তাই বাংলাদেশের বণিকসভা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমঝোতাপত্র সই করবে ফ্যাক্সি।

বৈদ্যুতিক পাখা, ইঞ্জিনিয়ারিং পণ্য, ইস্পাত-ফাউন্ড্রি, কন্টেনার, খাবার ও পণ্য ঠান্ডায় রাখার পরিকাঠামো নির্মাণকারী সংস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রের ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীরা ফ্যাক্সির প্রতিনিধিদলে থাকছেন। হিতাংশুবাবুর মতে, বাংলাদেশে এই সব শিল্পের উপস্থিতি কম। সরাসরি পণ্য রফতানি বা প্রযুক্তিগত গাঁটছড়ার জন্য চুক্তি হবে উভয়পক্ষের মধ্যে।

পাশাপাশি সে দেশের অর্থমন্ত্রী এবং ছোট-মাঝারি শিল্প উন্নয়ন সংক্রান্ত দফতরের কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তাঁরা। হিতাংশুবাবু জানান, উভয় দেশের মধ্যে কর কাঠামো সংস্কার করে পারস্পরিক ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার পরিকল্পনাও আছে।

facsi federation of association of cottege and small industries bangladesh business news online business news latest news online latest news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy