চিনের ই-কমার্স সংস্থা আলিবাবায় নিজেদের অংশীদারির কিছুটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সফটব্যাঙ্ক। জাপানি মোবাইল পরিষেবা সংস্থাটি জানিয়েছে, প্রায় ৭৯০ কোটি ডলার মূল্যের ওই শেয়ার বিক্রির অর্থ তাদের ঋণ শোধে ব্যবহার করা হবে। এর ফলে আলিবাবায় তাদের অংশীদারি দাঁড়াবে প্রায় ২৮ শতাংশে। গত কয়েক বছর ধরেই ভারত-সহ বিভিন্ন দেশে লগ্নি করছে সফটব্যাঙ্ক। যার অর্থ জোগাড় করতে গিয়ে মাত্র তিন বছরে সংস্থার ধারের পরিমাণ তিন গুণ বেড়ে পৌঁছে গিয়েছে ১০,৬০০ কোটি ডলারে। এ বার তাই ঋণ শোধে মন দিতে চায় তারা। সে জন্যই আলিবাবার শেয়ার বিক্রির এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, ২০০০ সালে প্রথম বার আলিবাবায় টাকা ঢেলেছিল সফটব্যাঙ্ক।