Advertisement
E-Paper

উৎসবের মরসুম মানেই হ্যাভেলস্-এর অভিনব উদ্যোগ

উৎসবের মরসুম মানেই প্রত্যেকটা ব্র্যান্ডের ব্যস্ততা তুঙ্গে। সেই গণেশ পুজো থেকে শুরু, শেষ হয় বছরের শেষে। এই সময়ে প্রত্যেকেই নতুন কিছু করতে চায়, বলতে চায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০১:০০

উৎসবের মরসুম মানেই প্রত্যেকটা ব্র্যান্ডের ব্যস্ততা তুঙ্গে। সেই গণেশ পুজো থেকে শুরু, শেষ হয় বছরের শেষে। এই সময়ে প্রত্যেকেই নতুন কিছু করতে চায়, বলতে চায়।

এই বছরের উৎসবের মরসুমে হ্যাভেলসও তৈরি তাদের ব্র্যান্ডের প্রতিশ্রুতি রাখতে। গণেশ পুজো, দুর্গা পুজো, দীপাবলি, সব উৎসবেই হ্যাভেলস-এর একটাই কথা – ‘তেওহার হ্যায়, তো হাম তৈয়ার হ্যায়’ অর্থাৎ সমস্ত উৎসবেই হ্যাভেলস তৈরি’। এর উৎসবের কথা মাথা রেখেই হ্যাভেলস নিয়ে এসেছিল চারটি নতুন ক্যাম্পেইন যার প্রত্যেকটা গল্প অনবদ্য।

পুরোটাই শুরু হয়েছিল গণেশ উৎসবের সঙ্গে। এই বছর গণেশ যখন মর্ত্যে পা রাখছেন, সেই সময় তার দিয়ে মুম্বইয়ে লালবাগাছা রাজা-তে সব থেকে বড় গণেশ মুর্তি তৈরি করেছিল হ্যাভেলস। মুর্তিটি ছিল ৮ ফুট ১০ ইঞ্চি লম্বা এবং মুর্তিটি তৈরি করা হয়েছিল ২১৬০ মিটারের তার দিয়ে।

এই মুর্তি দেখে মনে হবে নিরপত্তাহীনতার আঁচকে দূরে সরিয়ে গণপতি বাপ্পা যেন সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করছেন। সবাই যেন সুখে থাকে। আরও একটা মজার বিষয় হল, এখানে একটা রোবোটিক আর্মও ব্যবহার করা হয়েছে বাপ্পার আরতির জন্য।

ভিডিওতে দেখুন -

দশেরার সময় রামায়ণের কথা মাথায় রেখে অভিনব এক উদ্যোগ নিয়েছিল হ্যাভেলস। যদিও সেই উদ্যোগটি ছিল অন-লাইনে। হ্যাভেলস-এর এলইডি লাইট দিয়ে আলো-আঁধারির পুতুল খেলায় গোটা রামায়ণের কাহিনীকে তুলে ধরা হয়েছিল, মোট ১০টি এপিসোড-এর মাধ্যমে। ডিজিটাল দুনিয়ায় এই ধরনের রামলীলা এই প্রথমবার।

দেখুন সেই ভিডিও-র এক ঝলক -

এই বছর দুর্গা পুজোর সময়ও কলকাতায় এক অভিনব উদ্যোগ নিয়েছিল হ্যাভেলস। যে সময় সারা শহর ব্যস্ত ছিল মাতৃ আরাধনায়, সেই সময় হ্যাভেলসও ভেসে গিয়েছিল পুজোর আনন্দে। গড়িয়াহাটে ১০ ফুট লম্বা মাতৃ মুর্তি তৈরি করা হয়েছিল হ্যাভেলস-এর ১৮০০ মিটার তার দিয়ে। সেই সঙ্গে ছিল একটি ভোকাল হ্যামারও। প্রতিমার সামনে রাখা ঢাকে যতবার হাতুড়ি দিয়ে মারা হবে, ততবার মহিষাসুরের বুকে গিয়ে বিদ্ধ হবে মায়ের ত্রিশুল।

ভিডিওটি দেখুন -

এবার এই দীপাবলিতে হ্যাভেলস নিয়ে এল অনলাইনে পুরনো দিনের পাড়ার দীপাবলি উদযাপনের স্মৃতি। যা দেখতে পাবে গোটা বিশ্ব। হ্যাভেলস-এর হাত ধরে ইতিমধ্যেই খুলে গিয়েছে তেওহারপুরের দরজা। এটি বিশ্বের প্রথম ডিজিটাল মহল্লা বা পাড়া, যেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে বিশ্বের সব্বাইকে।

এখানে আপনি যেমন ইচ্ছা তেমন চরিত্রের হতে পারেন। পাড়ার যে কাকুটা নিজের বাড়িকে উজ্জ্বল দেখানোর জন্য সদা তৎপর, যে কাকিমা অসাধারণ সমস্ত খাওয়ার বানায়, সোসাইটির সেই ছেলেটা যে তার ভাল লাগা মেয়েটাকে সব সময় বিরক্ত করছে, কিংবা সেই দুষ্টু বাচ্চাটা যে তার প্রতিবেশির বাড়ির সামনে বাজি ফাটাচ্ছে। আপনার মনের মতো সমস্ত চরিত্রই আছে এখানে।

চরিত্রগুলির সমস্তটা দেখানো হচ্ছে ফেসবুক এবং গল্পের মাধ্যমে। ইউজারদের বলা হয়েছে তাদের চেনা এমন লোকের প্রত্যেককে ট্যাগ করতে।

ফেসবুকের পাতায় দেখুন সেই সমস্ত কান্ডের এক ঝলক। ক্লিক করুন এই লিঙ্কে। - https://www.facebook.com/Havells/

হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড হল একটি ফাস্ট মুভিং ইলেক্ট্রিক্যাল গুডস কোম্পানি এবং বিশ্বের অন্যতম প্রধান শক্তি বিতরণী সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক সার্কিট সুরক্ষা ডিভাইস, বৈদ্যুতিন তার এবং কেবল, মোটর, পাখা, মডিউলার সুইচ, হোম অ্যাপ্লায়েন্স, এয়ার কন্ডিশনার, বৈদ্যুতিক ওয়াটার হিটার, পাওয়ার ক্যাপাসিটরস, ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ব্যবহারের জন্য লুমিনারাইস সহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে হ্যাভেলস-এর ব্যাপ্তি বিশ্বব্যাপী বাজারে অনেকখানিই।

বিশদ জানতে ক্লিক করুন - https://www.havells.com/

Havells দীপাবলি Dipablali
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy