গত মার্চ থেকেই জল্পনা ছড়াচ্ছিল। তা মিলিয়ে অবশেষে বিক্রি হয়ে গেল কলকাতার অন্যতম বৃহৎ শপিং মল সাউথ সিটি। মোট ৩২৫০ কোটি টাকায় সেটিকে কিনল আমেরিকার সংস্থা ব্ল্যাকস্টোন। মঙ্গলবার এ কথা জানিয়েছে মলটির নির্মাণকারী সংস্থা সাউথ সিটি প্রজেক্টস। এর সঙ্গে শ্রীলঙ্কার কলম্বোয় সাউথ সিটি প্রজেক্টসেরই আবাসন প্রকল্প অল্টেয়ারকেও কিনেছে ব্ল্যাকস্টোন।
ভারতে অফিস, মল ও হোটেল শিল্পে ইতিমধ্যেই ১.৭ লক্ষ কোটি টাকারও বেশি ঢেলেছে আমেরিকার সংস্থাটি। তবে দেশের ১৪টি শহরে মোট ১৮টি শপিং মল হাতে থাকলেও, পূর্ব ভারতে কোনও বাণিজ্যিক প্রকল্প তাদের হাতে ছিল না। দক্ষিণ কলকাতার এই মল হাতে নিয়ে সেই বৃত্ত সম্পূর্ণ হল।
উল্লেখ্য, কলকাতার প্রথম সারির ছ’টি নির্মাণ সংস্থার যৌথ উদ্যোগ এই সাউথ সিটি প্রজেক্টস। ২০০৮ সালে চালু হওয়া সাউথ সিটি মল দেশের লাভজনক শপিং মলগুলির মধ্যে অন্যতম। এখানে বার্ষিক ১৮০০ কোটি টাকার বেশি লেনদেন হয়। রয়েছে শতাধিক বিপণি, রেস্তোরাঁ, সিনেমা হল ও গাড়ি রাখার জায়গা। বেশ কিছু কারণে কলম্বোর আবাসন প্রকল্প বিরাট লোকসানের মুখে পড়েছিল। তা বিক্রি করতে গিয়ে এই শপিং মলও বিক্রি করে দিতে বাধ্য হল তারা।
তবে সূত্রের খবর, ব্ল্যাকস্টোনকে শুধু শপিং মলই বিক্রি করা হয়েছে। মলের পিছনে অবস্থিত আবাসন প্রকল্প হাতবদলের খবর এ দিন প্রকাশ্যে আসেনি। সাউথ সিটি প্রজেক্টসের ডিরেক্টর সুশীল মোহতা জানান, “প্রত্যাশা মতোই ব্ল্যাকস্টোন এই মল হাতে নিয়েছে। তাদের স্বাগত জানাই। কলকাতা তথা পূর্ব ভারতের অন্যতম বৃহৎ এই মলে বহু দেশি-বিদেশি সংস্থার বিপণি রয়েছে। আশা করছি ভবিষ্যতে তা এ ভাবেই ক্রেতাদের পছন্দের তালিকায় থাকবে।” ব্ল্যাকস্টোন ইন্ডিয়ার কর্তা অশেষ মোহতা বলেন, “ভারতের অন্যান্য শহরের মতো কলকাতাতে উপস্থিতি তৈরি করতে পেরে গর্বিত। এই মলকে ভবিষ্যতেও ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রাখতে বদ্ধপরিকর।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)