Advertisement
০৩ মে ২০২৪

২০৫টি বোয়িং কিনছে স্পাইস

এক সময়ে মনে হয়েছিল বন্ধই হয়ে যাবে বিমান সংস্থা। একের পর এক উড়ান বাতিল, কোটি কোটি টাকা বকেয়া, কর্মীদের বেতন দিতে না-পারা, ভাড়া নেওয়া বিমান ফেরত দেওয়া দেখে বিশেষজ্ঞদের মনে হয়েছিল, কিংগ্‌ফিশারের পথেই হাঁটছে স্পাইসজেট। আস্তে আস্তে গুটিয়ে নেওয়া হবে সংস্থা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ০২:১৯
Share: Save:

এক সময়ে মনে হয়েছিল বন্ধই হয়ে যাবে বিমান সংস্থা। একের পর এক উড়ান বাতিল, কোটি কোটি টাকা বকেয়া, কর্মীদের বেতন দিতে না-পারা, ভাড়া নেওয়া বিমান ফেরত দেওয়া দেখে বিশেষজ্ঞদের মনে হয়েছিল, কিংগ্‌ফিশারের পথেই হাঁটছে স্পাইসজেট। আস্তে আস্তে গুটিয়ে নেওয়া হবে সংস্থা।

ঘুরে দাঁড়িয়ে সেই স্পাইসজেট শুক্রবার বোয়িং-এর সঙ্গে ২০৫টি বিমান কেনার চুক্তি করল। বিমান সংস্থা সূত্রের খবর, এর আগে ৫৫টি বিমান কেনার কথা ঘোষণা করা হয়েছিল। এ বার তার সঙ্গে ১৫০টি বিমান যোগ হয়েছে। সব মিলিয়ে ১.৫ লক্ষ কোটি টাকা খরচ হবে। প্রতিটিই নতুন প্রজন্মের ৭৩৭ বিমান।

তবে, বিমান পরিবহণ বিশেষজ্ঞদের মতে, এটি আদতে ‘লেটার অব ইনটেন্ট’। যার অর্থ, বোয়িং সংস্থার কাছ থেকে ওই সংখ্যক বিমান কিনবে বলে প্রাথমিক চুক্তি করল স্পাইস। আগামী ছ’মাসে ওই চুক্তির অঙ্কের ১ শতাংশ, মানে ১৫০০ কোটি টাকা দিতে হবে স্পাইসজেটকে। তবেই বিমান আসতে শুরু করবে।

সংস্থা সূত্রের খবর, ২০১৪ সালের মাঝামাঝি যে-সমস্যা শুরু হয়েছিল, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে অজয় সিংহ স্পাইসজেট কিনে নেওয়ার পরে তা কমতে শুরু করে। এখন অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছে সংস্থা। গত বছরের শেষ তিন মাসে লাভ করেছে স্পাইস। বাজারে যে-বকেয়া ছিল তা-ও মিটিয়ে দেওয়া হয়েছে বলে সংস্থার দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SpiceJet Airline
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE