Advertisement
E-Paper

রাজ্যের ইস্পাত সংস্থার লগ্নি ১,৬০০ কোটি

কারখানা বাড়ানোর পরে নতুন করে প্রায় ৫০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে বলে দাবি কর্তৃপক্ষের। এখন জামুড়িয়ায় ১১০০ কর্মী কাজ করেন। এ ছাড়া প্রায় ২০০০ জন পরোক্ষ ভাবে যুক্ত, জানান কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ০২:৪৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্যে ফের ১৬০০ কোটি টাকা লগ্নি করছে ইস্পাত সংস্থা সুপার স্মেল্টার। বর্ধমান জেলার জামুড়িয়ায় তাদের কারখানা সস্প্রসারণের জন্যই ওই লগ্নি করবে সংস্থাটি, যা চলতি বছরের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন কর্তৃপক্ষ।

কারখানা বাড়ানোর পরে নতুন করে প্রায় ৫০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে বলে দাবি কর্তৃপক্ষের। এখন জামুড়িয়ায় ১১০০ কর্মী কাজ করেন। এ ছাড়া প্রায় ২০০০ জন পরোক্ষ ভাবে যুক্ত, জানান কর্তৃপক্ষ।

কারখানা সম্প্রসারণের পরে উৎপাদন ক্ষমতা বছরে আড়াই লক্ষ টন বাড়বে বলে জানান সংস্থার ভাইস-প্রেসিডেন্ট গোপালকৃষ্ণ শরণ। তিনি বলেন, ‘‘এখন বছরে ৮.৫ লক্ষ টন তরল ইস্পাত তৈরি হয়। সস্প্রসারণের পরে উৎপাদন ক্ষমতা বছরে ১১ লক্ষ টনে দাঁড়াবে। প্রত্যক্ষ কর্মসংস্থান বাড়বে কমপক্ষে ৫০০।’’

কারখানা বাড়াতে নতুন করে জমি জোগাড়ের প্রয়োজন হবে না বলে জানান শরণ। জামুড়িয়ায় মোট ৪০০ একর জমি রয়েছে। ওই জমিতেই চালু কারখানার শেডের পাশে নতুনটি তৈরি হবে।

শরণ বলেন, ‘‘আমাদের বার্ষিক আয় ১০০০ কোটি টাকা। ২০২০-র মধ্যে তা ৩০০০ কোটিতে নিয়ে যাওয়াই লক্ষ্য।’’ পরিকাঠামোর ব্যাপারে তিনি জানান, কারখানায় একই ছাদের তলায় ৫৩ মেগাওয়াটের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। আছে নিজস্ব রেলওয়ে সাইডিং।

তরল ইস্পাত থেকে জামুড়িয়ায় পাইপ, রড, টিমটি বার তৈরি হয়। এ ছাড়া তৈরি হয় ফেরো অ্যালয়। কারখানা বাড়ানোর পরে নির্মাণ কাজে ব্যবহৃত বিম, ইস্পাতের চাদর ইত্যাদিও তৈরি হবে। সম্প্রতি সংস্থা নির্মাণ কাজে ব্যবহৃত বিশেষ ধরনের টিএমটি বার বাজারে এনেছে, যা বিদেশি প্রযুক্তিতে তৈরি বলে দাবি তাদের।

Steel Super Smelters Factory ইস্পাত
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy