Advertisement
E-Paper

হিলারির স্বস্তিতে উঠল বিশ্ব বাজার

আমেরিকার নির্বাচনী পটভূমির দিকে তাকিয়েই হালে ওঠা-নামা করছে বিশ্ব বাজারের পারদ। সোমবার প্রেসিডেন্ট পদের অন্যতম প্রার্থী হিলারি ক্লিন্টনের স্বস্তিতে এশিয়া-ইউরোপ-আমেরিকা জুড়েই চাঙ্গা ছিল শেয়ার বাজার। সমান তালেই পা মিলিয়েছে ভারতের বাজার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০৩:০১

আমেরিকার নির্বাচনী পটভূমির দিকে তাকিয়েই হালে ওঠা-নামা করছে বিশ্ব বাজারের পারদ। সোমবার প্রেসিডেন্ট পদের অন্যতম প্রার্থী হিলারি ক্লিন্টনের স্বস্তিতে এশিয়া-ইউরোপ-আমেরিকা জুড়েই চাঙ্গা ছিল শেয়ার বাজার। সমান তালেই পা মিলিয়েছে ভারতের বাজার।

বিদেশ সচিব থাকাকালীন হিলারি ক্লিন্টনের ই-মেল দুর্নীতি নিয়ে দ্বিতীয় দফার তদন্তেও তাঁর বিরুদ্ধে ‘অপরাধমূলক’ কিছু মেলেনি বলে জানিয়ে দিয়েছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। গত কালই মার্কিন কংগ্রেসের কাছে এই ‘ক্লিনচিট চিঠি’ পাঠিয়েছেন এফবিআই ডিরেক্টর। টানা এক বছরের প্রথম দফার তদন্ত শেষে গত জুলাই মাসেই এফবিআই জানিয়েছিল, বিদেশ সচিব থাকাকালীন ই-মেল সার্ভার ব্যবহারের ক্ষেত্রে হিলারি অসতর্ক হয়ে থাকতে পারেন, কিন্তু অপরাধী নন। নতুন করে ফাঁস হওয়া ই-মেলেও বেআইনি কিছু মেলেনি। তাই খুশির হাওয়া হিলারি শিবিরে। সাম্প্রতিক একটি জনমত সমীক্ষা বলছে, হিলারি ফের অন্তত ৪ পয়েন্টে এগিয়ে গিয়েছেন। ফলে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বাড়ার ইঙ্গিতে দুনিয়া জুড়ে শুরু হওয়া পতনের রেশ এ দিন কাটিয়ে উঠেছে শেয়ার বাজার। বেড়েছে ভারত-সহ এশিয়ার প্রায় সব বাজার। ইউরোপের বাজারও ছিল চাঙ্গা। খোলার পরে বেড়েছে ওয়াল স্ট্রিট।

হিলারি ফের দৌড়ে এগোনোর ইঙ্গিতে টানা পাঁচ দিন পড়ার পরে সোমবার সেনসেক্স এক লাফে উঠে গিয়েছে ১৮৫ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সেনসেক্স থিতু হয় ২৭,৪৫৮.৯৯ অঙ্কে। এর আগে গত পাঁচ দিনে সূচকের পতন ৬৬৭.৩৬ পয়েন্ট। পাশাপাশি, একই তালে বেড়েছে নিফ্‌টি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওই সূচক এ দিন বাজার বন্ধের সময়ে ৬৩.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮,৪৯৭.০৫ অঙ্কে। জাপানের নিক্কেই এ দিন বেড়েছে ১.৬১%, সাংহাই কম্পোজিট ০.২৬% ও হংকংয়ের হ্যাংসেং ০.৭০%। ইউরোপে ফ্রাঙ্কফুর্টের সূচক ড্যাক্স উঠেছে ১.৭১%, প্যারিসের সূচক সিএসির বৃদ্ধি ১.৮১% এবং লন্ডনের এফটিএসই বেড়েছে ১.৩৭%।

তবে শেয়ার বাজার বাড়লেও এ দিন কিন্তু পড়েছে টাকার দাম। ডলারের সাপেক্ষে টাকা ৪ পয়সা পড়ার ফলে এ দিন বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৬.৭৪ টাকা। হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্ট পদে জেতার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠার কারণেই আমেরিকার মুদ্রার দাম বেড়ে যায় বলে বিদেশি মুদ্রার বাজার সূত্রের খবর। ফলে পড়ে যায় টাকার দর।

বিভিন্ন কারণে ভারত-সহ বিশ্বের অধিকাংশ দেশই চাইছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোলান্ড ট্রাম্পকে পরাজিত করে ডোমোক্র্যাট দলের প্রার্থী আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্টের পদে আসুন। এই দিন আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই হিলারির বিরুদ্ধে আনা ই-মেল সংক্রান্ত মামলায় তাঁকে বেকসুর খালাস করায় প্রেসিডেন্ট পদের দৌড়ে তিনি ট্রাম্পের থেকে কিছুটা এগিয়ে গেলেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর এতেই চাঙ্গা হয়ে উঠল বাজার।

এ দিনের বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হল, শুধু সাধারণ বিনিয়োগকারীরাই নন, বিভিন্ন বিদেশি লগ্নিকারী সংস্থা, যারা আন্তর্জাতিক নানা ঘটনার আঁচ অনেক আগেই পেয়ে থাকে, তারাও শেয়ার কিনতে বাজারে নেমে পড়ে। দীর্ঘ দিন টানা শেয়ার বিক্রির পরে ওই সব সংস্থা এ দিন ৩১১ কোটি টাকার শেয়ার কিনেছে। অথচ আগের লেনদেনের দিন, গত শুক্রবারই ওই সব সংস্থা দেশের বাজারে শেয়ার বিক্রি করেছে ৩৪৩.৩০ কোটির। পিছিয়ে নেই ভারতীয় আর্থিক সংস্থাগুলিও। এ দিন ওই সংস্থাগুলি শেয়ার কিনেছে ৭৭৯ কোটির।

তবে হিলারি জিতলেও বাজারে যে লম্বা দৌড় শুরু হবে, এমন সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞদের মধ্যে অনেকে। কারণ, এখনও মাথার উপর ঝুলছে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদ বাড়ানোর সম্ভাবনার খাঁড়া। এ পর্যন্ত যা ইঙ্গিত মিলেছে, সেই অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদ বাড়াতে পারে বলেই শেয়ার বাজার মহলের ধারণা।

তবে বিশেষ কোনও অঘটন না- ঘটলে বড় পতনেরও আশঙ্কা করছেন না বিশেষজ্ঞরা। তাঁদের অনেকেরই ধারণা, ফেব্রুয়ারি মাসের গোড়ায় বাজেটের পরেই পাল্টাতে পারে বাজারের চিত্র।

Hillary Clinton Stock Market
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy