Advertisement
E-Paper

ধর্মঘট স্থগিত বাগানে

রাজ্যের শ্রম কমিশনার জাভেদ আখতারের দাবি, মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়েছে বৈঠকে। তবে ফোরাম চায়, একজন শ্রমিক-সহ তাঁর পরিবারের মোট তিনজন প্রাপ্তবয়স্ককে ধরে মজুরির হিসেব কষা হোক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০১:২৩

দার্জিলিং বাদে উত্তরবঙ্গের চা বাগানগুলিতে প্রস্তাবিত তিন দিনের ধর্মঘট আপাতত ৩০ জুলাই পর্যন্ত স্থগিত থাকছে। জানাল শ্রমিক সংগঠনগুলির জয়েন্ট ফোরাম। ন্যূনতম মজুরির দাবিতে ডুয়ার্স ও তরাইয়ের বাগানে ২৩-২৫ জুলাই তা ডাকা হয়েছিল। ২৪ জুলাই ফোরাম সাধারণ ধর্মঘট ডেকেছিল উত্তরবঙ্গের চা বলয়ে।

মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় পাঁচ ঘণ্টার ত্রিপাক্ষিক বৈঠক শেষে ফোরামের আহ্বায়ক জিয়া উল আলম ও সদস্য অলোক চক্রবর্তী জানান, রাজ্য ৩০ জুলাই ন্যূনতম মজুরির পূর্ণাঙ্গ কাঠামো ও মজুরি ঘোষণা করবে বলেছে। তত দিন ধর্মঘট স্থগিত। তবে সে দিন প্রত্যাশা পূরণ না হলে আরও বড় আন্দোলন হবে।

রাজ্যের শ্রম কমিশনার জাভেদ আখতারের দাবি, মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়েছে বৈঠকে। তবে ফোরাম চায়, একজন শ্রমিক-সহ তাঁর পরিবারের মোট তিনজন প্রাপ্তবয়স্ককে ধরে মজুরির হিসেব কষা হোক।

সুপ্রিম কোর্টের নির্দেশ তুলে ধরে ইউনিয়ন এ দিন আরও কিছু দাবি তোলে বলেও জানান শ্রম কমিশনার। যেমন, সামাজিক ও সাংস্কৃতিক খাতে আরও ২৫% অর্থ বরাদ্দের কথা। জিয়ার অভিযোগ, নির্দেশটি মানা হচ্ছে না। যদিও কমিশনার জানান, তা ত্রিপাক্ষিক বৈঠকের এক্তিয়ারে পড়ে না। ন্যূনতম মজুরি উপদেষ্টা কমিটিতে কথা হতে পারে। মালিকপক্ষের সংগঠন আইটিএ-র সেক্রটারি জেনারেল অরিজিৎ রাহা বলেন, ‘‘বৈঠক সদর্থক।’’ আর তেরাই ইন্ডিয়ান প্ল্যানটার্স অ্যাসোসিয়েশনের সচিব মলয় কুমার মিত্রের দাবি, ‘‘আলোচনাতেই সমস্যা মেটে।’’

Strike Tea garden Postponed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy