জিএসটি পরিষদের পরবর্তী বৈঠক আগামী ১৬ ডিসেম্বর। তার আগে ১৪ তারিখ ‘এমপাওয়ার্ড কমিটি’র চেয়ারম্যান হিসেবে সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের বৈঠকে ডেকেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। পণ্য-পরিষেবা করের (জিসএটি) বাইরে রাজ্যগুলির নিজেদের আয়ের সূত্র বা কর বসানোর ক্ষমতা নিয়ে আলোচনার কথা বলা হয়েছে সেখানে। কিন্তু শুক্রবার কলকাতায় এসে অমিতবাবুর ওই বৈঠক ডাকার এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুললেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা ওই কমিটির সদস্য সুশীল মোদী।
তাঁর দাবি, জিএসটি চালু হওয়ার পরে ওই কমিটিকে নতুন করে আর কোনও কাজ দেওয়া হয়নি। তাই এ নিয়ে আলোচনার এক্তিয়ার তাদের নেই। মোদীর দাবি, বৈঠক আপাতত পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে অমিতবাবুকে চিঠিও দিয়েছেন তিনি।
অনেকেই বলছেন, জিএসটি নিয়ে প্রায় নিয়মিত কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিতবাবু বারবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তড়িঘড়ি ওই কর চালু করা নিয়ে। এ সবের পরে এ বার বৈঠক ডাকার এক্তিয়ার নিয়ে এই দড়ি টানাটানি সেই তিক্ততা আরও বাড়াতে পারে বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে অমিতবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁর কাছ থেকে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।