Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Online

এ বার মুদিখানার চালডালও বাড়ি পৌঁছে দেবে সুইগি

মঙ্গলবার ওই সংস্থার তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘সুইগি স্টোরস্‌’।

মুদিদ্রব্য ঘরে পৌঁছে দেওয়ার পরিষেবাও শুরু করবে সুইগি। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

মুদিদ্রব্য ঘরে পৌঁছে দেওয়ার পরিষেবাও শুরু করবে সুইগি। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

সংবাদ সংস্থা  
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪১
Share: Save:

ভারতের প্রায় ৮০টি শহরে অনলাইনে খাবার ডেলিভারির পরিষেবা দিয়ে থাকে ‘সুইগি’। আগামী দিনে খাবার ডেলিভারির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় মুদিদ্রব্য, ফল-সবজি ও প্রসাধনী সামগ্রীও ঘরে পৌঁছে দেওয়ার পরিষেবা চালু করতে চলেছে তারা। মঙ্গলবার ওই সংস্থার তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘সুইগি স্টোরস্‌’।

পরিষেবা চালু হওয়ার পর সুইগির মোবাইল অ্যাপেই পাওয়া যাবে মুদিদ্রব্য-সহ অন্যান্য জিনিস কেনার সুবিধা। মুদিখানার জিনিসপত্রের পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় সামগ্রী, ফল, সবজি ও হেল্থ প্রোডাক্টও বিক্রি করবে তারা।

সুইগি এই পরিষেবা চালু করলে বেঙ্গালুরু ভিত্তিক অনলাইন গ্রোসার ‘বিগ বাস্কেট’-এর মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে।

এই অনলাইন গ্রোসার ব্যবসার বাজার দখল করতে গত সপ্তাহে ‘কিন্ট ডট আইও’ নামের একটি সংস্থার সঙ্গে নতুন চুক্তিও করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা ওই সংস্থা এই ব্যবসার প্রসারে প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করবে সুইগিকে।

আরও পড়ুন: বাড়ল পছন্দের চ্যানেলের তালিকা জমা দেওয়ার সময়সীমা

(মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি - অর্থনীতিরসব খবর বাংলায়পেয়ে যান আমাদেরব্যবসাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swiggy Swiggy Stores Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE