হাওড়ার বাগনানে নতুন কারখানা গড়তে ৪০ কোটি টাকা লগ্নি করল সুইৎজ়ারল্যান্ডের সংস্থা সোটেফিন এসএ। তাদের ভারতীয় শাখা সোটেফিন ভারতের মাধ্যমে এই পুঁজি ঢেলেছে তারা। সংস্থা কর্তৃপক্ষের দাবি, মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পার্কিং প্রযুক্তি তৈরি হবে এই কারখানায়।
সোটেফিন-এর দাবি, বার্ষিক ১০ হাজারের বেশি গাড়ির পার্কিং-এর প্রযুক্তি তৈরির ক্ষমতা রয়েছে বাগনানের কারখানাটির। সংস্থার ভারতীয় শাখার এমডি অরূপ চৌধুরী জানান, বৃহস্পতিবার এই কারখানার সূচনা হয়েছে। এখানে তৈরি যন্ত্রাংশ শুধু দেশে বিক্রি হবে না। আমেরিকা, দুবাই-সহ বিদেশেও রফতানি করার পরিকল্পনা রয়েছে। কলকাতায় এই প্রযুক্তির চাহিদা দেশের অন্য শহরের তুলনায় কিছুটা কম হলেও, শীঘ্রই তা বাড়বে বলে মনে করেন তিনি।
অরূপের কথায়, “আপাতত এই প্রযুক্তির মূল রোবোটটি সুইৎজ়ারল্যান্ডে তৈরি হচ্ছে। ফলে প্রযুক্তি বেশ কিছুটা দামি। তবে এই রোবোট হাওড়ায় তৈরি করার পরিকল্পনাও রয়েছে। তখন দাম কম হবে।” সংস্থার ডিরেক্টর জিগ্নেশ সাংভি জানান, পশ্চিমবঙ্গে মেধাসম্পদ অতুলনীয়। সেই কারণেই এখানে কারখানা তৈরি করে দেশ-বিদেশে প্রযুক্তি পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে এখানকার উৎপাদন ক্ষমতা তিন গুণ পর্যন্ত বাড়ানো হতে পারে। অরূপ জানান, শীঘ্রই সংস্থাকে শেয়ার বাজারে নথিভুক্ত করা হবে।
এক ঝলকে
বাগনানে কারখানা।
খরচ ৪০ কোটি টাকা।
তৈরি হবে পার্কিং প্রযুক্তি।
যাবে আমেরিকা, দুবাইয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)