E-Paper

ক্ষমতার লড়াই, ‘অভ্যুত্থানের পরিস্থিতি’ টাটা গোষ্ঠীতে! কর্তাদের সঙ্গে বৈঠক অমিত-নির্মলার

২০২৪ সালের ৯ অক্টোবর টাটা ট্রাস্টসের প্রাক্তন কর্ণধার রতন টাটা প্রয়াত হন। সেই জায়গায় আসেন তাঁরসৎভাই নোয়েল। সূত্রের খবর, ক্ষমতাররাশ টানাটানি তখন থেকেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ০৮:১১

—প্রতীকী চিত্র।

টাটা গোষ্ঠীর অধীনে রয়েছে ৩০টি নথিভুক্ত সংস্থা-সহ প্রায় ৪০০ সংস্থা। এর মূল রাশ টাটা সন্সের হাতে। আর টাটা সন্সের দুই-তৃতীয়াংশ টাটা ট্রাস্টসের নিয়ন্ত্রণে। এ বার সেই সর্বশক্তিমান টাটা ট্রাস্টসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এল। সূত্রের খবর, টাটা ট্রাস্টসের সদস্য এখন ৬ জন। এর মধ্যে চার জনই টানা চেয়ারম্যান নোয়েল টাটার বিভিন্ন প্রস্তাবের বিরোধিতা করে চলেছেন। গোষ্ঠী সূত্রের দাবি, কার্যত ‘অভ্যুত্থানের’ পরিস্থিতি। এই অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করলেন নোয়েল, টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, টাটা ট্রাস্টসের সদস্য বেণু শ্রীনিবাসন ও ডেরিয়াস খামবাটা। টাটা ট্রাস্টস পর্ষদের পরবর্তী বৈঠক ১০ অক্টোবর। সে দিকে তাকিয়ে শিল্প মহল।

২০২৪ সালের ৯ অক্টোবর টাটা ট্রাস্টসের প্রাক্তন কর্ণধার রতন টাটা প্রয়াত হন। সেই জায়গায় আসেন তাঁরসৎভাই নোয়েল। সূত্রের খবর, ক্ষমতাররাশ টানাটানি তখন থেকেই। অভিযোগের তির পর্ষদের চার সদস্য ডেরিয়াস খামবাটা, জাহাঙ্গির এইচ সি জাহাঙ্গির, প্রমিত জাভেরি এবং টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির আত্মীয় মেহলি মিস্ত্রির দিকে (যিনি সাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন টাটার পাশেই)। টাটা সন্সকে বাজারে নথিভুক্ত করার প্রস্তাব নিয়ে পর্ষদে মতবিরোধ বহু দিনের। সম্প্রতি প্রাক্তন প্রতিরক্ষা সচিব বিজয় সিংহকে টাটা সন্সের পর্ষদে পুনর্নিয়োগের প্রস্তাব ও তার বিরোধ ঘিরে টাটা ট্রাস্টসের কাজিয়া প্রকাশ্যে এসেছে।

৭৭ বছর বয়সি বিজয় ২০১২ সাল থেকে টাটা সন্সের পর্ষদের মনোনীত সদস্য। ২০১৮ থেকে রয়েছেন টাটাট্রাস্টসের পর্ষদে। সূত্রের খবর, টাটাসন্সে তাঁর পুনর্নিয়োগের জন্য ট্রাস্টসেরবৈঠক হয় ১১ সেপ্টেম্বর। স্বভাবতই সেখানে বিজয় ছিলেন না। প্রস্তাব পেশ করেন নোয়েল এবং টিভিএস গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান শ্রীনিবাসন। কিন্তু বাকি চার জন বিরোধিতা করেন। ফলে তা খারিজ হয়। বিজয় টাটা ট্রাস্টস থেকেইস্তফা দেন। কিন্তু সমস্যা শেষ হয়নি। চার সদস্য প্রস্তাবিত সেই পদের জন্য মেহলির নাম প্রস্তাবের চেষ্টা করতে থাকেন। কিন্তু তা আটকে দেন নোয়েল ও শ্রীনিবাসন। সূত্রের দাবি, এর পরেও বৈঠকের কার্যবিবরণীতে হস্তক্ষেপের চেষ্টা করেছেন ওই চার সদস্য।

টাটা সূত্রের দাবি, দেশের শিল্প ক্ষেত্রে গোষ্ঠীর অবদান বিশাল। তাই সেখানে সমস্যা হলে অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। ফলে কেন্দ্র নীরব থাকতে পারে না। কংগ্রেস মুখপাত্র প্রবীণ চক্রবর্তী অবশ্য প্রশ্ন তুলেছেন, বেসরকারি সংস্থার অভ্যন্তরীণ বিষয়ে সরকার কেন হস্তক্ষেপ করবে?

ফের টাটা-মিস্ত্রি

টাটা ট্রাস্টস পর্ষদে সদস্য সংখ্যা এখন ৬ জন।

সাইরাস মিস্ত্রির আত্মীয় মেহলি মিস্ত্রি-সহ তাঁদের মধ্যে চার জনই চেয়ারম্যান নোয়েল টাটার বিরুদ্ধে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ ট্রাস্টসের পর্ষদ প্রতিনিধিদের।

১০ অক্টোবরের পর্ষদের বৈঠকে চোখ সকলের।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Tata Group Internal conflicts Nirmala Sitharaman Amit Shah

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy