অক্টোবরে আন্তর্জাতিক বাজারে ১৩.৩১% বিক্রি বেড়েছে টাটা মোটরসের। ওই মাসে জাগুয়ার ল্যান্ড রোভার-সহ মোট ৯২ হাজার ৯৪৯টি গাড়ি বেচেছে সংস্থা। গত বছর একই সময় ওই সংখ্যা ছিল ৮২ হাজার ২৬। মঙ্গলবার এক বিবৃতিতে টাটা মোটরস জানিয়েছে, এ বার অক্টোবরে তাদের যাত্রীগাড়ির বিক্রি বেড়েছে ২৩.৩১%। সংখ্যার দিক থেকে আগের বছরের একই সময়ের ৪৯,৯৭৭ থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৬১,৬২৯টি-তে। অন্য দিকে, সংস্থার ব্রিটিশ বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড জাগুয়ার ল্যান্ড রোভারের বিক্রি বেড়েছে ২৬.৯২%। আগের বছরের ৩৮,১৮৭ থেকে বেড়ে দাঁড়িয়ছে ৪৮,৪৬৮টি-তে। তবে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে কিছুটা ধাক্কা খেয়েছে সংস্থা। এ বার তাদের এই ধরনের গাড়ির বিক্রি কমে গিয়েছে ২.২৭%। ফলে আগের বছরের অক্টোবরে যেখানে ৩২ হাজার ৪৯টি বাণিজ্যিক গাড়ি বেচতে পেরেছিল টাটা মোটরস, সেখানে এ বছর একই মাসে তা হয়েছে ৩১ হাজার ৩২০।