Advertisement
E-Paper

ভিয়েতনামের বাজারে পা টাটা মোটরসের

ভিয়েতনামের টিএমটি জয়েন্ট স্টক কোম্পানির সঙ্গে গাড়ির জোগান ও প্রযুক্তি সংক্রান্ত লাইসেন্স নিয়ে চুক্তি করল টাটা মোটরস। এবং এই চুক্তির হাত ধরেই ভারতের এই গাড়ি সংস্থাটি প্রথম বার পা রাখল দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দেশের বাজারে। টাটা মোটরস এক বিবৃতি জারি করে জানিয়েছে, এই চুক্তি অনুযায়ী ভিয়েতনামে তাদের নির্দিষ্ট কিছু বাণিজ্যিক গাড়ির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে টিএমটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০২:৪২

ভিয়েতনামের টিএমটি জয়েন্ট স্টক কোম্পানির সঙ্গে গাড়ির জোগান ও প্রযুক্তি সংক্রান্ত লাইসেন্স নিয়ে চুক্তি করল টাটা মোটরস। এবং এই চুক্তির হাত ধরেই ভারতের এই গাড়ি সংস্থাটি প্রথম বার পা রাখল দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দেশের বাজারে।

টাটা মোটরস এক বিবৃতি জারি করে জানিয়েছে, এই চুক্তি অনুযায়ী ভিয়েতনামে তাদের নির্দিষ্ট কিছু বাণিজ্যিক গাড়ির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে টিএমটি। এ ছাড়া, বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে টাটাদের গাড়ি তৈরির ব্যবসা ভিয়েতনামে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও তারা হবে অন্যতম সহযোগী।

এই প্রসঙ্গে টাটা মোটরসের এগজিকিউটিভ ডিরেক্টর (বাণিজ্যিক গাড়ির ব্যবসা বিভাগ) রবি পিশারোদির দাবি, ‘‘সারা বিশ্বে ব্যবসা ছড়িয়ে দিয়ে প্রকৃত আন্তর্জাতিক সংস্থা হয়ে ওঠার যে-পথে আমরা অবিরাম হেঁটে চলেছি, তারই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভিয়েতনামের বাজারের প্রবেশ। সাম্প্রতিক কালে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও মালয়েশিয়াতে পা রাখার পরে এখন গোটা এশীয় অঞ্চলকে নিশানা করেই এগোচ্ছি আমরা।’’

টিএমটি-র চেয়ারম্যান বুই ভান হু বলেন, ‘‘ট্রাক ও বাস তৈরিতে টাটা মোটরসের মতো বিশ্বের শীর্ষ সারির এক সংস্থার সঙ্গে হাত মেলানো প্রকৃতপক্ষেই সম্মানের। ভিয়েতনামে নতুন পথ চলা শুরু করতে তারা সহযোগী হিসেবে আমাদের বেছে নেওয়ায় আমরা খুশি।’’

এ দিকে, গত এপ্রিলে আন্তর্জাতিক বাজারে তাদের গাড়ি বিক্রি ৪% বেড়েছে বলে জানাল টাটা মোটরস। মোট বিক্রি হওয়ার গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে ৭৭,৭০১। এর মধ্যে ধরা হয়েছে জাগুয়ার-ল্যান্ড রোভারও। আগের বছরের এপ্রিলে মোট বিক্রির সংখ্যা ছিল ৭৫,০২৬।

টাটারা এক বিবৃতিতে জানিয়েছে, গত এপ্রিলে বিশ্ব বাজারে তাদের যাত্রী গাড়ি বিক্রি ৬% বেড়ে হয়েছে ৫১,০২১টি। আগের বছরের এপ্রিলে ওই সংখ্যা ছিল ৪৭,৯৭২টি। অন্য দিকে, এ বার সংস্থার ব্রিটিশ ব্র্যান্ড জাগুয়ার-ল্যান্ড রোভার বিক্রিও ১.৩১% বেড়ে দাঁড়িয়েছে ৪০,৬৬৫টিতে। তবে এই সময়ে বাণিজ্যিক গাড়ির বিক্রি ১.৩৮% কমে গিয়েছে। বিক্রি হওয়া গাড়ির সংখ্যা আগের বছর এপ্রিলের ২৭,০৫৪টি থেকে কমে ২৬,৬৮০টিতে দাঁড়িয়েছে।

Tata Motors South East Asian country TMT Joint Stock tata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy