Advertisement
০৫ মে ২০২৪

ডোকোমোর সঙ্গে চুক্তি ভাঙার দায়ে জরিমানা টাটা সন্সের

জাপানি টেলিকম সংস্থা এনটিটি ডোকোমো ও টাটা সন্সের মধ্যে গাঁটছড়া ভেঙেছে বছর দুয়েক আগে। কিন্তু চুক্তিভঙ্গের দায়ে টাটা সন্সের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করেছিল ডোকোমো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৮:৫২
Share: Save:

জাপানি টেলিকম সংস্থা এনটিটি ডোকোমো ও টাটা সন্সের মধ্যে গাঁটছড়া ভেঙেছে বছর দুয়েক আগে। কিন্তু চুক্তিভঙ্গের দায়ে টাটা সন্সের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করেছিল ডোকোমো। সংস্থা জানিয়েছে, লন্ডনের ওই আন্তর্জাতিক আদালত তাদের পক্ষেই রায় দিয়ে টাটা সন্সকে ১১৭ কোটি ডলার (৭৮৩৯ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রতিক্রিয়ায় টাটা সন্সের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা ওই নির্দেশ খতিয়ে দেখছেন। এখনই এ নিয়ে তাঁদের কিছু বলা সম্ভব নয়। তবে তাঁদের দাবি, তাঁরা আইন অনুযায়ী সর্বদা চুক্তির বাধ্যবাধকতা মেনে চলেছেন।

২০০৯-এর নভেম্বরে ১২,৭৪০ কোটি টাকা (শেয়ার প্রতি ১১৭ টাকা) খরচ করে টাটা টেলিসার্ভিসেস-এ ২৬.৫% শেয়ার কিনেছিল জাপানের বৃহত্তম মোবাইল সংস্থাটি। কিন্তু যৌথ উদ্যোগে যথেষ্ট গ্রাহক টানতে না-পারায় ২০১৪ সালে সংস্থা ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ডোকোমো।

সংবাদ সংস্থার খবর, এক বিবৃতিতে ডোকোমোর দাবি, পাঁচ বছরের মধ্যে টাটা সন্সকে ছেড়ে বেরিয়ে গেলে কমপক্ষে অধিগ্রহণের দরের অর্থাৎ ১১৭ টাকার ৫০% (৫৮ টাকা) ফেরত পাবে তারা, লগ্নির সময়ে এমনই কথা হয়েছিল। কিন্তু বাস্তবে চুক্তি থেকে বেরিয়ে আসার সময়ে এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থ মন্ত্রকের সায় মেলেনি। বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া ভাঙলে যে-হিসেবে শেয়ার দর মেটানোর নিয়ম রয়েছে, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই ৫৮ টাকা দরে অনুমতি দেয়নি তারা। তার বদলে জাপানি সংস্থাটিকে ২৩.৩৪ টাকার দর দেয় টাটারা। এর বিরুদ্ধেই এ বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ডোকোমো।

তবে টাটা-রা এই ক্ষতিপূরণ দেবে কি না, তা নিয়ে সন্দিহান জাপানি সংস্থাটি। তারা বলেছে, এ রকম বেশ কিছু বিষয় এখনও অনিশ্চিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

docomo compensation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE