Advertisement
E-Paper

শুরু সম্পত্তি বিক্রি, প্রথম দফার দর আজই

পরিকাঠামোয় ঋণদাতা আইএল অ্যান্ড এফএসের ঘাড়ে এই মুহূর্তে চেপে প্রায় ৯৪ হাজার কোটি টাকার ধার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৮:১৫
পরিকাঠামোয় ঋণদাতা আইএল অ্যান্ড এফএসের ঘাড়ে এই মুহূর্তে চেপে প্রায় ৯৪ হাজার কোটি টাকার ধার।

পরিকাঠামোয় ঋণদাতা আইএল অ্যান্ড এফএসের ঘাড়ে এই মুহূর্তে চেপে প্রায় ৯৪ হাজার কোটি টাকার ধার।

ঋণ ও নগদের অভাবে জর্জরিত আইএল অ্যান্ড এফএসকে ঘুরিয়ে দাঁড় করাতে সেখানকার কেন্দ্র নিযুক্ত পর্ষদ গোষ্ঠীর বিভিন্ন সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আগেই। সেই লক্ষ্যে গত নভেম্বরে চিহ্নিত হয়েছিল তাদের ৮,০০০ কোটি টাকার অপ্রচলিত বিদ্যুতের ব্যবসা।

সংশ্লিষ্ট সূত্রের খবর, অবশেষে সোমবার শুরু হচ্ছে তহবিল জোগাড়ের সেই প্রক্রিয়া। ওই ব্যবসা কিনতে আগ্রহীরা প্রথম দফায় এ দিনই জমা দিতে পারবেন দরপত্র। তার পরে সেগুলির যোগ্যতা খতিয়ে দেখবে উদয় কোটাকের নেতৃত্বাধীন পর্ষদ।

পরিকাঠামোয় ঋণদাতা আইএল অ্যান্ড এফএসের ঘাড়ে এই মুহূর্তে চেপে প্রায় ৯৪ হাজার কোটি টাকার ধার। আশা করা হচ্ছে, এটি বিক্রি সম্পূর্ণ হলে প্রায় ৫,০০০ কোটি টাকা ঋণ কমবে আইএল অ্যান্ড এফএসের। বিক্রি নিয়ে যদিও মুখ খুলতে রাজি হননি সংস্থার মুখপাত্র। তবে সূত্রের খবর আগ্রহপত্র জমা পড়েছে প্রায় দু’ডজন সংস্থার তরফে। যাদের অনেকেই সেরে ফেলেছে ওই ব্যবসায়িক লেনদেনের ভাল-মন্দ খতিয়ে দেখার কাজও।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

IL&FS Economy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy