রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় মোদী সরকারের সারেভর্তুকির খরচ বেড়েছে দ্বিগুণের বেশি। চলতি অর্থবর্ষে এই খাতে ১.০৫ লক্ষ কোটি টাকা খরচ হবে বলে অনুমান ছিল বাজেটে। এখন তা পৌঁছতে চলেছে ২.২৫ লক্ষ কোটিতে। সোমবার সংসদেঅর্থ মন্ত্রক বাজেট বরাদ্দ অতিরিক্ত ২.৭০ লক্ষ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব পেশ করেছে। এর মধ্যে ১.২২ লক্ষ কোটি বিভিন্ন মন্ত্রকের সঞ্চয় থেকে আসবে। নিট খরচ হবে ১.৪৮ লক্ষ কোটি টাকা। যার ৩৬,৩২৫ কোটিই বেরোবে সারের ভর্তুকিতে।
সামরিক বাহিনীর ‘এক পদ, এক পেনশন’ ব্যবস্থায় বকেয়া মেটাতে খরচ হবে প্রায় ৩৩,৭১৮ কোটি। রাজ্যগুলির জিএসটি ক্ষতিপূরণ বাবদ ৩৩,৫০৬ কোটি। ঋণে সুদ মেটাতে ৪৮৩০ কোটি। অর্থনীতিবিদদের ধারণা, এইবাড়তি খরচের ফলে রাজকোষ ঘাটতি বাড়তে পারে। সংসদে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের ১.১৮ লক্ষ কোটি টাকার বাজেটও পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)