তাৎপর্যপূর্ণ ভাবে ভারতে পড়শি দেশগুলির প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) প্রস্তাবে সায় দেওয়ার প্রক্রিয়া সুবিন্যস্ত করল মোদী সরকার। সরকারি সূত্রের খবর, চিন-সহ বিভিন্ন প্রতিবেশীর এফডিআই-এর আবেদনে অনুমোদন দেওয়ার গতি বাড়িয়েছে তারা। লগ্নি প্রস্তাব নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে সায় দেওয়া নিশ্চিত করতে নিয়মিত বৈঠক করছে আন্তঃমন্ত্রক কমিটি। সীমান্ত ভাগ হয়, এমন রাষ্ট্রের এফডিআই-এ কেন্দ্রের অনুমতি আগেই বাধ্যতামূলক হয়েছিল। যে কোন শিল্পেই তা জরুরি। সূত্র বলছে, দ্রুত এফডিআই বাড়াতে আবেদনে ছাড়পত্র দেওয়ার অসংখ্য প্রক্রিয়াকে সুবিন্যস্ত করেছে কেন্দ্র। সংশ্লিষ্ট মহলের মতে, গত অর্থবর্ষে দেশে এফডিআই তলানিতে নেমেছে বলে রিজ়ার্ভ ব্যাঙ্কের তথ্যে সমালোচনার মুখে পড়ে সরকার। বিশ্ব বাজারের অনিশ্চিত পরিস্থিতিতে চিনের মতো পড়শির পাশাপাশি শিল্পের চাপও রয়েছে। এই উদ্যোগ তাই তাৎপর্যপূর্ণ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)