ভারতের কারখানাগুলি থেকে ৩০০-র বেশি চিনা প্রযুক্তিবিদকে দেশে পাঠিয়ে দিয়েছিল ফক্সকন। তাতে এ দেশে অ্যাপলের আইফোন-১৭-এর উৎপাদন ব্যাহত হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সূত্রের খবর, ওই কারখানাগুলির উৎপাদন ব্যবস্থার দিকে নজর রাখছে সরকার। তারা মনে করছে, উৎপাদনের গতি নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা রয়েছে অ্যাপলের হাতে।
২০২৪-২৫ অর্থবর্ষে ৪ কোটি আইফোন তৈরি হয়েছিল। এ বছর তা ৬ কোটিতে নিয়ে যেতে চায় অ্যাপল। তার জন্য কারখানাগুলির কাজে যথেষ্ট গতি দরকার। এ দেশে ফক্সকনের কারখানাগুলির পরিকাঠামো গড়ে উঠেছে চিনা যন্ত্রপাতি দিয়ে। সে দেশের প্রযুক্তিবিদেরা তা চালানোয় দক্ষ। তা ছাড়া ভারতীয় কর্মীদেরও প্রশিক্ষণ দিতেন তাঁরা। প্রশ্ন উঠেছে, এখন তা কী ভাবে সম্ভব হবে। সূত্রের খবর, সরকারের প্রতিনিধিরা কাজের গতি দেখে আশ্বস্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)