Advertisement
E-Paper

প্রকল্প শেষে দেরি, গুনাগার ১.৯৫ লক্ষ কোটি

মোট ১,২৬৩টি প্রকল্প নিয়ে সমীক্ষা চালিয়েছে মন্ত্রক। তার মধ্যেই রয়েছে ওই ৩৫০টি প্রকল্প, যেগুলির খরচ বাড়ছে। পাশাপাশি, মন্ত্রক জানিয়েছে মোট প্রকল্পের তালিকায় ১৪টি সময়ের আগেই রূপায়িত হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০১:৪৬

বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের কাজ ঢিমেতালে এগোনোর জেরে বিপুল খরচের বোঝা চাপছে কেন্দ্রের ঘাড়ে। আর, তা ধরা পড়েছে সরকারি রিপোর্টেই।

কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের সেপ্টেম্বরের রিপোর্ট জানাচ্ছে, ৩৫০টি পরিকাঠামো প্রকল্প সময় মতো শেষ হয়নি। প্রতিটিরই খরচ ১৫০ কোটি টাকা বা তারও বেশি। ফলে কেন্দ্রকে বাড়তি ১.৯৫ লক্ষ কোটি টাকার দায় নিতে হতে পারে বলে তাদের ইঙ্গিত। এ ধরনের বড় মাপের প্রকল্প রূপায়ণের উপর নজরদারি করে এই মন্ত্রকই।

মোট ১,২৬৩টি প্রকল্প নিয়ে সমীক্ষা চালিয়েছে মন্ত্রক। তার মধ্যেই রয়েছে ওই ৩৫০টি প্রকল্প, যেগুলির খরচ বাড়ছে। পাশাপাশি, মন্ত্রক জানিয়েছে মোট প্রকল্পের তালিকায় ১৪টি সময়ের আগেই রূপায়িত হচ্ছে। ৩০৭টি এগোচ্ছে সময় মেনে। ২৯৭টি দেরিতে। ১০৩টি প্রকল্পের ক্ষেত্রে সময় বেশি লাগছে, খরচও ঊর্ধ্বমুখী। তালিকায় রয়েছে ৩৮০টি মেগা প্রকল্প, যেগুলির খরচ ১,০০০ কোটি টাকা বা তার বেশি।

প্রাথমিক ভাবে ওই ১,২৬৩টি প্রকল্প রূপায়ণের খরচ ধরা হয়েছিল ১৫,৫৩,৬৮৩.৮৯ কোটি টাকা। এখন মন্ত্রকের আশঙ্কা তা দাঁড়াবে ১৭,৪৯,৪২৭.৫৬ কোটি। ফলে সরকারকে বাড়তি খেসারত দিতে হতে পারে ১,৯৫,৭৪৩.৬৭ কোটি, যা মূল হিসেবের ১২.৬০%।

Central Planning Commission Infrastructure পরিকাঠামো প্রকল্প
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy