Advertisement
০৭ মে ২০২৪

চড়া মূল্যবৃদ্ধি খুচরো, পাইকারি বাজারে

ভোটের হাওয়ায় ভর করে শেয়ার সূচক দৌড়লেও মঙ্গলবার উদ্বেগ ছড়াল মূল্যবৃদ্ধির জোড়া পরিসংখ্যান।পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে সার্বিক মূল্যবৃদ্ধির ৩৯ মাসের মধ্যে সবচেয়ে বেশি মাথা তুলে ফেব্রুয়ারিতে ছুঁয়েছে ৬.৫৫%।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০৩:১২
Share: Save:

ভোটের হাওয়ায় ভর করে শেয়ার সূচক দৌড়লেও মঙ্গলবার উদ্বেগ ছড়াল মূল্যবৃদ্ধির জোড়া পরিসংখ্যান।

পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে সার্বিক মূল্যবৃদ্ধির ৩৯ মাসের মধ্যে সবচেয়ে বেশি মাথা তুলে ফেব্রুয়ারিতে ছুঁয়েছে ৬.৫৫%। পাশাপাশি, খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৩.৬৫%। মূলত খাদ্যশস্য, চাল, ফল ও জ্বালানির চড়া দরের জেরেই মূল্যবৃদ্ধি বাড়ছে বলে মঙ্গলবার সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। পাইকারি বাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ২.৬৯%, জ্বালানি ২১.০২%। শাক-সব্জি ও ডালের দাম অবশ্য কমের দিকেই ছিল। প্রসঙ্গত, জানুয়ারিতে পাইকারি মূল্যবৃদ্ধি ছিল ৫.২৫%, খুচরো মূল্যবৃদ্ধি ৩.১৭%।

এই পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের ধারণা ফেব্রুয়ারিতে ঋণনীতি ফিরে দেখতে বসে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমানোর পথে না-হেঁটে ঠিক সিদ্ধান্তই নিয়েছিল। এপ্রিলেও তারা একই পথে হাঁটবে বলে ইঙ্গিত দিয়েছে স্টেট ব্যাঙ্কের গবেষণা সংস্থা ইকোর‌্যাপ। তবে খুচরো মূল্যবৃদ্ধি কোন পথে হাঁটবে, তা শাক-সব্জির দামের উপর নির্ভর করবে বলে মনে করছে তারা। এখনও পর্যন্ত নোট নাকচের প্রভাবে এবং মরসুমি সব্জি বাজারে থাকায় তা কমের দিকেই রয়েছে। ইক্রা-র মুখ্য অর্থনীতিবিদ অদিতি নায়ারও মনে করছেন এপ্রিলে সুদ কমার সম্ভাবনা নেই বললেই চলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Price Rise
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE