কর্কট রোগের চিকিৎসার খরচ কমিয়ে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনার জন্য একগুচ্ছ সুপারিশ জমা দিল রাজ্যসভার কমিটি। সুলভে এই রোগের চিকিৎসা বিমার সুবিধা, নিয়ন্ত্রিত দামে ওষুধের ব্যবস্থা এবং রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরিকাঠামো বাড়ানোর কথা বলা হয়েছে রিপোর্টে।
কর্কট রোগের চিকিৎসার খরচ এখনও সাধারণের নাগালের বাইরে। চিকিৎসা বিমার আওতায় আসা সত্ত্বেও অনেকের পক্ষেই তা সামলানো কঠিন হয়। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই রোগ নির্ণয়ের ক্ষেত্রেও রয়েছে পরিকাঠামোগত সমস্যা, বিশেষ করে গ্রামাঞ্চলে। আর প্রত্যন্ত এলাকার মানুষ নানা রকমের ভুল ধারণার শিকার। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই কেন্দ্রের কাছে কিছু সুপারিশ জমা দিয়েছে রাজ্যসভার আপ সাংসদ এন ডি গুপ্তের নেতৃত্বাধীন কমিটি।
রিপোর্টে বলা হয়েছে, কর্কট রোগের চিকিৎসার খরচ যাতে সাধ্যের মধ্যে আনা যায় এবং চিকিৎসা যাতে সহজলভ্য করা যায়, তার জন্য সরকার নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিমা প্রকল্পগুলির অধীনে প্যাকেজ তৈরি করতে হবে। যাতে সেই বিমা প্রকল্পে নথিভুক্ত সমস্ত হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়। সরকারি বরাদ্দ কাজে লাগিয়ে, বেসরকারি উদ্যোগে এবং সরকারি-বেসরকারি উদ্যোগে উন্নত চিকিৎসা প্রযুক্তি সমৃদ্ধ বেশ কিছু হাসপাতাল নির্মাণ করতে হবে, যেখানে শুধু ওই রোগের চিকিৎসা হবে। একই সঙ্গে কর্কট রোগ নির্ণয়ের হার এবং শ্লথ গতির ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন কমিটির সদস্যেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)