দেশে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবার (স্যাট-নেট) নীতি ঠিক করতে আগামী ২৯ জুলাই বৈঠকে বসছে ডিজিটাল কমিউনিকেশন কমিশন। এই পরিষেবা দিতে টেলিকম সংস্থাগুলি সরকারকে কত টাকা দেবে, তা-ও সেখানেই ধার্য হওয়ার কথা। সূত্রের খবর, সেখানে ট্রাইয়ের প্রায় সব পরামর্শ মেনেই স্যাট-নেট পরিষেবার নীতি, অর্থাৎ লাইসেন্স ফি, স্পেকট্রাম ব্যবহার-সহ বিভিন্ন নিয়মকানুন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। সব ঠিক থাকলে অগস্ট থেকে নীতি চালু হয়ে যাওয়ার সম্ভাবনা।
ট্রাই গত এপ্রিলে যে পরামর্শপত্র জমা দিয়েছিল তাতে বলা হয়েছে, স্যাট-নেট পরিষেবাপ্রদানের জন্য প্রতিটি সংস্থাকে তার বার্ষিক আয়ের ৪% স্পেকট্রাম ব্যবহারের খরচ হিসেবে দিতে হবে সরকারকে। শহরাঞ্চলে পরিষেবা দেওয়ার জন্য গুনতে হবে গ্রাহক পিছু বার্ষিক ৫০০ টাকা। এ ছাড়া, প্রতি মেগাহার্ৎজ় স্পেকট্রামের জন্য বার্ষিক খরচ পড়বে ৩৫০০ টাকা। তবে গ্রামাঞ্চলে গ্রাহক প্রতি ফি লাগবে না। প্রতিটি টেলিকম সংস্থাকে প্রাথমিক ভাবে পাঁচ বছরের জন্য স্পেকট্রাম দেওয়া হবে। বিশেষ কারণে সময়সীমা দু’বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। সূত্রের দাবি, এই সব কিছুই চূড়ান্ত হতে পারে বৈঠকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)