পশ্চিমবঙ্গ থেকে তথ্যপ্রযুক্তি রফতানি আরও বাড়ানোর লক্ষ্যে পঞ্চম ইনকিউবেশন সেন্টারের দরজা খুলল সল্টলেকের তথ্যপ্রযুক্তি তালুকে। বুধবার এই সংক্রান্ত কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ জানান, মূলত ছোট তথ্যপ্রযুক্তি সংস্থা এবং স্টার্ট-আপগুলিকে সেখানে সস্তায় জায়গা দেওয়া হবে। দেওয়া হবে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা-সহ একাধিক সুবিধা। উল্লেখ, আমেরিকার সেমিকনডাক্টর উৎপাদনকারী সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজ় তাদের নতুন দফতর তৈরির জন্য এখানেই জায়গা নিয়েছে। শীঘ্রই এখানে অত্যাধুনিক উৎকর্ষকেন্দ্র চালু করবে তারা।
এর আগে রাজ্যে খড়্গপুর, হলদিয়া, দুর্গাপুর এবং শিলিগুড়িতে এ রকম চারটি ইনকিউবেশন সেন্টার তৈরি করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতাধীন সফটওয়্যার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়া (এসটিপিআই)। সল্টলেকের এই কেন্দ্রের আয়তন ২ লক্ষ বর্গফুটের বেশি। এর জন্য জায়গা দিয়েছে রাজ্য সরকার। গোটা দেশ থেকে তথ্যপ্রযুক্তি রফতানি বাড়াতে এখনও পর্যন্ত এ রকম ৬৭টি ইনকিউবেশন সেন্টার তৈরি করেছে এসটিপিআই। শীঘ্রই তা ১০০ ছোঁবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, দেশজুড়ে এই ধরনের পার্ক থেকে প্রায় ৯.৪৫ লক্ষ কোটি টাকার তথ্যপ্রযুক্তি রফতানি হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)