ডোনাল্ড ট্রাম্পের বিদেশি পেশাদারদের ভিসার খরচ বৃদ্ধির সিদ্ধান্তে ভারতের তুলনায় আমেরিকা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করল বাণিজ্য পরামর্শদাতা সংস্থা জিটিআরআই। তাদের যুক্তি, এতে আমেরিকায় স্থানীয় কর্মসংস্থান খুব বেশি বাড়বে না। ভারতীয় সংস্থাগুলি এই সমস্যার বিকল্প রাস্তা ঠিকই বার করে ফেলবে। বরং আমেরিকায় উদ্ভাবনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।
গতকাল নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত একই ধরনের যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করেছিলেন, দেশের মেধা দেশেই ফিরে এলে বেঙ্গালুরু, পুণে, গুরুগ্রামের মতো প্রযুক্তিনগরীতে উদ্ভাবন, স্টার্ট-আপ এই সমস্ত বাড়বে। তাতে লাভ হবে ভারতের। কিন্তু তাতে সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে পাল্টা বলা হয়েছিল, আমেরিকায় ভারতীয় তথ্যপ্রযুক্তি পেশাদারদের বার্ষিক গড় বেতন ৪৫-৫০ লক্ষ টাকা। দেশে ফিরে এই রোজগার প্রায় অসম্ভব। তা ছাড়া নতুন উদ্যোগ তৈরি করে তাকে দাঁড় করাতে করাতে অন্তত পাঁচ বছর। স্বল্প থেকে মধ্যমেয়াদি ধাক্কা সামাল দেবে কে?
জিটিআরআই-এর প্রতিষ্ঠাতা আজয় শ্রীবাস্তবের বক্তব্য, এখন যে সমস্ত ভারতীয় সংস্থা আমেরিকায় ব্যবসা করে, তাদের কর্মীদের ৫০%-৮০% স্থানীয়। তাই ভারতীয়দের একাংশকে এ দেশে ফিরে আসতে হলেও তাতে আমেরিকার কর্মসংস্থান বিরাট বাড়বে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)