গত কয়েক মাসের প্রবণতা এক রেখে সেপ্টেম্বরেও কমল না পেট্রল-ডিজ়েল কিংবা গৃহস্থালির ব্যবহার্য রান্নার গ্যাসের দাম। ফলে উৎসবের শুরুর মাসেও স্বস্তি পেলেন না সাধারণ মানুষ। ইতিমধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে নাভিশ্বাস উঠছে যাঁদের। তবে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এ বারে ৫০.৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। এর ফলে আজ থেকে শহরে এই সিলিন্ডারের (১৯ কেজি) দাম আরও কমে দাঁড়াল ১৬৮৪ টাকা। যদিও গৃহস্থের ব্যবহার্য সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম কলকাতায় স্থির রয়েছে ৮৭৯ টাকায়। অন্য দিকে, পেট্রল-ডিজ়েলের দামও কলকাতায় থাকছে লিটারে যথাক্রমে ১০৫.৪১ টাকা ও ৯২.০২ টাকা।
গত এপ্রিলে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সময়ই কেন্দ্র দাবি করেছিল, এই দাম নিয়মিত পর্যালোচনা করা হবে। কিন্তু দেখা যাচ্ছে তার পর থেকে বাণিজ্যিক গ্যাসের দাম প্রতি মাসে বদল করা হলেও, গৃহস্থের ব্যবহারের গ্যসের দাম অপরিবর্তিতই থাকছে। ফলে এই ধরনের গ্যাসের দাম কমানোর ক্ষেত্রে মোদী সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।
এ দিকে রবিবার বিশ্ব বাজারে অশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেলে ৬৬-৬৭ ডলারের আশেপাশে ঘোরাফেরা করেছে ঠিকই। কিন্তু এ দিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, কলকাতা-সহ গোটা দেশেই সব রকম জ্বালানির দাম অপরিবর্তিত থাকছে সেপ্টেম্বরেও। গত এক-দেড় মাসে বিবিধ ভূ-রাজনৈতিক কারণে বিশ্ব বাজারে তেলের দামে অস্থিরতা রয়েছে। ফলে এখনই দেশে খুচরো দাম পরিবর্তনের সম্ভাবনা কম বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের। কিন্তু একাংশের বক্তব্য, এর আগে দাম কমানোর মতো ইতিবাচক পরিস্থিতি তৈরি হলেও সেই পথে হাঁটেনি তেল সংস্থাগুলি। ফলে আদৌ তারা দাম কমাতে ইচ্ছুক কি না, সেই প্রশ্ন থাকছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)