চড়া হারে আমেরিকার শুল্ক বসার সময় যত এগিয়ে আসছে, ডলারের সাপেক্ষে তত দুর্বল হচ্ছে ভারতীয় মুদ্রা। মঙ্গলবার তা নেমে গেল নজিরবিহীন তলানিতে। ডলার ২২ পয়সা উঠে এই প্রথম হল ৮৭.৮৮ টাকা। এর আগে টাকা কখনও এত নীচে নামেনি। বিশেষজ্ঞদের দাবি, এতটা দুর্বলতা ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির জন্য। আমেরিকার প্রেসিডেন্ট ২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক ২৫% থেকে অনেকটা বাড়াবেন জানানোয় আশঙ্কা চড়ছে। শেয়ার বাজারও পড়েছে। সেনসেক্স ৩০৮.৪৭ নেমে হয়েছে ৮০,৭১০.২৫। নিফ্টি থেমেছে ২৪,৬৪৯.৫৫-এ। পতন ৭৩.২০।
পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘ট্রাম্পের শুল্ক দেশের অর্থনীতিতে তীব্র অনিশ্চয়তা সৃষ্টি করেছে। যার বিরূপ প্রভাব পড়ছে টাকায়। বিদেশি লগ্নি সংস্থাগুলি ভারত থেকে পুঁজি তুলছে। আয়ের টাকা দিয়ে ডলার কিনে দেশে নিয়ে যাচ্ছে। তাতেই ডলারের চাহিদা ও দাম বাড়ছে। পড়ছে টাকা।’’ একই মত বণিকসভা মার্চেন্ট চেম্বারের ব্যাঙ্কিং এবং আর্থিক বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান স্মরজিৎ মিত্রের। তাঁর আরও বক্তব্য, ‘‘আমেরিকার শুল্ক নীতির জেরে ভারতের বৈদেশিক বাণিজ্য কমছে। ফলে কমছে ডলার আমদানি। টাকা আরও দুর্বল হতে পারে।’’
আইসিএআই-এর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত বলেন, ‘‘টাকার পতন রোখা জরুরি। আজ ঋণনীতি ঘোষণায় রিজ়ার্ভ ব্যাঙ্ক সেটা করতে পারে। টাকাকে রক্ষার নানা উপায় আছে তাদের হাতে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)