বিশ্বে বড় দেশগুলির মধ্যে দ্রুততম বৃদ্ধির অর্থনীতি থাকবে ভারতই— বৃহস্পতিবার বার্ষিক রিপোর্টে জানিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তবে সেই সঙ্গে সতর্ক করেছে সম্ভাব্য ঝুঁকি নিয়েও। বলা হয়েছে, কাঁচামালের বাড়তে থাকা খরচের চাপ রয়েছে কারখানার উৎপাদনে। বিশ্ব বাণিজ্য নীতিতে চড়া শুল্কের পাঁচিল তোলার হাত ধরে স্পষ্ট হয়েছে রক্ষণশীল মনোভাব। ভূ-রাজনৈতিক উদ্বেগ এখনও বহাল। সেই সঙ্গে যোগ হয়েছে শ্লথ চাহিদা। এই সব মিলে ঝুঁকির মুখে ফেলছে ভারতের আর্থিক বৃদ্ধিকেও। এমনকি খুচরো মূল্যবৃদ্ধি আপাতত লক্ষ্যের মধ্যে (৪%) থাকারই আশা। তবু আন্তর্জাতিক অনিশ্চয়তার জেরে তার মাথা তোলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে দাবি রিপোর্টে।
আরবিআইয়ের বক্তব্য, গত অর্থবর্ষে ভূ-রাজনৈতিক উদ্বেগ ও বিশ্বঅর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও মজুবত ছিল দেশীয় অর্থনীতি। খাদ্যপণ্যের চড়া দামে অস্থিরতা দেখা গেলেও সার্বিক মূল্যবৃদ্ধির হার ধীরে ধীরে মাথা নামায়। বৃদ্ধি পায় আমানত ও ঋণ। কেন্দ্র ও রাজ্য, দুই স্তরেই চলেছে ঘাটতি কমিয়ে অর্থনীতিকে আঁটোসাঁটো করার প্রক্রিয়া। শীর্ষ ব্যাঙ্কের দাবি, চলতি অর্থবর্ষেও ভারতীয় অর্থনীতি বিশ্ব বড় দেশগুলির মধ্যে দ্রুততম বৃদ্ধির শিরোপা ধরে রাখবে মূলত ব্যক্তিগত চাহিদা বৃদ্ধি, ব্যাঙ্ক ও কর্পোরেট সংস্থাগুলির পোক্ত হিসাবের খাতা, ভাল হতে থাকা আর্থিক পরিস্থিতি এবং সরকারের মূলধনী খরচ বাড়ানোয় ভর করে। স্বাভাবিকের থেকে বেশি বর্ষা এবং কেন্দ্রীয় নীতির কারণে কৃষি ক্ষেত্রেও উৎপাদন বাড়বে বলে অনুমান তাদের। মজবুত থাকবে পরিষেবা। তাই প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬.৫%।
পাশাপাশি, তাদের পূর্বাভাস খুচরো মূল্যবৃদ্ধি হবে ৪%। ঘাটতির লক্ষ্য জিডিপি-র ৪.৪%। নিয়ন্ত্রণে থাকবে চলতি খাতে ঘাটতিও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)