Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Share Market

শেয়ারমূল্য ছাড়াল ২৩১ লক্ষ কোটি

গত দু’দিনে বিএসই-তে লগ্নিকারীদের সম্পদ বেড়েছে ৩.২৬ লক্ষ কোটি টাকারও বেশি। শুক্রবার দিনের শেষে বাজারে শেয়ারের মোট মূল্য ছাড়িয়েছে ২৩১ লক্ষ কোটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২১ ০৭:১৬
Share: Save:

এক দিকে দেশে করোনা পরিস্থিতির উন্নতি এবং অন্য দিকে বাজারে টানা নগদের জোগান, এই দুইয়ের জেরে উঠে চলেছে শেয়ার বাজার। শুক্রবার ১৭৪.২৯ পয়েন্ট বেড়ে সেনসেক্স হয়েছে ৫২,৪৭৪.৭৬ অঙ্ক। নিফ্টি ৬১.৬০ পয়েন্ট উঠে পৌঁছেছে ১৫,৭৯৯.৩৫ অঙ্কে। দু’টিই নতুন রেকর্ড। গত দু’দিনে বিএসই-তে লগ্নিকারীদের সম্পদ বেড়েছে ৩.২৬ লক্ষ কোটি টাকারও বেশি। শুক্রবার দিনের শেষে বাজারে শেয়ারের মোট মূল্য ছাড়িয়েছে ২৩১ লক্ষ কোটি।

বিশেষজ্ঞদের মতে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে লাগাম পড়েছে। ঘোষণা হয়েছে নতুন টিকানীতি। লগ্নিকারীদের আশা, এর হাত ধরে ছন্দে ফিরবে কাজকর্ম। দেকো সিকিউরিটিজ়ের ডিরেক্টর আশিস নন্দীর কথায়, এর সঙ্গেই ঋণনীতিতে রিজ়ার্ভ ব্যাঙ্ক ছোট মাঝারি শিল্পের জন্য যে ঋণের বন্দোবস্ত করেছে, তাতে খুশি বাজার। তা ছাড়া আমেরিকায় ত্রাণের টাকার একাংশ ভারতের বাজারে ঢালছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। চলতি সপ্তাহেই তারা শেয়ার কিনেছে ১,৭৩৮ কোটি টাকার। ভারতীয় আর্থিক সংস্থাগুলিও লগ্নি বাড়িয়েছে। ফলে সব মিলিয়ে বাড়ছে সূচক।

তবে স্টুয়ার্ট সিকিউরিটিজ়ের চেয়ারম্যান কমল পারেখের মতে, দুশ্চিন্তার কারণও রয়েছে। গাড়ি বিক্রি কমেছে। পরিযায়ী শ্রমিকেরা কাজে না-ফেরায় শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে দ্বিতীয় ত্রৈমাসিকে অনেক সংস্থারই ফলাফল খারাপ হতে পারে। যদিও আশিসবাবুর আশা, সব মিলিয়ে দীর্ঘ মেয়াদে বাজার চাঙ্গা থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Share Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE