ভারতে নেই গৌতম গম্ভীর। অন্য এক দেশে রয়েছেন তিনি। সেখানেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধান কোচ। ১১ জানুয়ারি থেকে দেশের মাটিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খেলতে নামবে ভারত। তার আগে বিদেশে ছুটি কাটাচ্ছেন গম্ভীর।
পরিবারের সঙ্গে এখন লন্ডনে রয়েছেন গম্ভীর। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়েছেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে, স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে বর্ষবরণের উল্লাস করছেন তিনি। লন্ডনে শপিং মলে ঘুরতেও দেখা গিয়েছে তাঁদের। সাধারণত মুখ গম্ভীর থাকলেও পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে হাসিমুখে রয়েছেন গৌতি।
গম্ভীর কোচ হওয়ার পর থেকে টানা সিরিজ় খেলেছে ভারত। কখনও বিদেশে, তো কখনও দেশের মাটিতে নামতে হয়েছে। কখনও কখনও দু’টি সিরিজ়ের মাঝে চার-পাঁচ দিনের বিরতি পেয়েছে দল। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ় শেষ হওয়ার পর একটু লম্বা বিরতি পেয়েছে ভারতীয় দল। সামনে আবার টানা খেলা। ফলে এই ফাঁকেই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন প্রধান কোচ।
আরও পড়ুন:
১১ জানুয়ারি থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় ভারতের। তার পর ২১ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। সেই সিরিজ়ের দল ঘোষিত হলেও এখনও এক দিনের সিরিজ়ের দল জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩ বা ৪ তারিখ তা ঘোষণা হওয়ার কথা। তার আগে হয়তো দেশে ফিরে আসবেন গম্ভীর।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। গম্ভীর কোচ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতিয়েছেন। এ বার ছোট ফরম্যাটে আরও একটি আইসিসি ট্রফি জিততে চান তিনি। দেশের মাটিতে বিশ্বকাপের আগে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেই শেষ প্রস্তুতি সারতে পারবে ভারতীয় দল। তার আগে ছুটির মেজাজে দলের প্রধান কোচ।