ট্রাম্প-শুল্কের অভিঘাতে টালমাটাল শেয়ার বাজার। এই সুযোগে লগ্নিপণ্য হিসেবে সোনার কদর বাড়ছে। নজির গড়া উচ্চতায় পৌঁছে গিয়েছে তার দাম।
শুক্রবার খুচরো পাকা সোনা (১০ গ্রাম, ২৪ ক্যারাট) পৌঁছেছে ১,০২,১০০ টাকায়। জিএসটি যোগ করে ১,০৫,১৬৩ টাকা। আর গয়নার সোনা (১০ গ্রাম, ২২ ক্যারাট) ৯৭,০৫০ টাকায় পৌঁছেছে। করের হিসাব কষে ৯৯,৯৬১.৫ টাকা। সবই নতুন নজির। আর সেনসেক্স ৭৬৫,৪৭ পয়েন্ট পড়ে ৭৯,৮৫৭.৭৯ অঙ্কে থেমেছে। নিফ্টি ২৩২.৮৫ পয়েন্ট নেমে হয়েছে ২৪,৩৬৩.৩০।
বিশেষজ্ঞ বিনয় আগরওয়ালের বক্তব্য, ‘‘ভারতকে বাণিজ্যের বিকল্পউৎস খুঁজতে হবে। তা সময়সাপেক্ষ। ফলে সূচকে এর বিরূপ প্রভাব পড়ছে।’’ বাজার সূত্রের খবর, এ মাসে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি এ দেশে শেয়ার বেচে ১৪০১৮.৮৭ কোটি টাকা তুলেছে। তবে মিউচুয়াল ফান্ড-সহ দেশীয় লগ্নিকারী সংস্থাগুলি ঢেলেছে ৩৬,৯৭৫.৫২ কোটি।
অন্য দিকে, ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্সের সম্পাদক দীনেশ কাবরা জানান, শেয়ার থেকে পুঁজি তুলে সোনায় ঢালছেন অনেকে। ফলে তার দাম বাড়ছে। কিন্তু তার জেরে সমস্যায় পড়েছেন গয়নার ব্যবসায়ীরা। ন্যাশনাল জেম অ্যান্ড জুয়েলারি কাউন্সিলের ডিরেক্টর টগর পোদ্দার বলেন, ‘‘বছরে ব্যবসা ৪০ লক্ষ টাকার বেশি হলেই জিএসটিতে নথিভুক্ত হতে হয়। গয়নার ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে তা বাড়িয়ে ১ কোটি করা হোক। কর ৩% থেকে কমিয়ে করা হোক ১%।’’ গিনি এম্পোরিয়ামের কর্ণধার সমর দে জানান, বিশ্ব বাজারে আউন্সে সোনা গত চার দিনে ১৬ ডলার বেড়েছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি শুভঙ্কর সেনের আশা উৎসবের মরসুমে বাজার ভাল হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)