ফের ৮২ হাজারের ঘরে পৌঁছল সেনসেক্স। সপ্তাহের প্রথম দিন উঠল ৪৫৫.৩৭ পয়েন্ট। থামল ৮২,১৭৬.৪৫ অঙ্কে। এই নিয়ে টানা দু’টি লেনদেনে সূচকটি বাড়ল ১২২৪.৪৬। এ দিন শেয়ার সূচক নিফ্টি ১৪৮ পয়েন্ট উঠে থিতু হয়েছে ২৫,০০১.১৫-এ।
বিশেষজ্ঞদের দাবি, নানা কারণে কিছুটা ভরসা পেয়েছেন লগ্নিকারীরা। এর মধ্যে রয়েছে—
- বর্ষার তাড়াতাড়ি আসা।
- গত অর্থবর্ষের জন্য রিজ়ার্ভ ব্যাঙ্কের সরকারকে ২.৬৯ লক্ষ কোটি টাকার ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা।
- আমেরিকার সঙ্গে দ্রুত আংশিক বাণিজ্য চুক্তি সারার তোড়জোড়।
- ইউরোপীয় ইউনিয়নের উপর ৫০%শুল্ক বসানোর সময়সীমা পিছিয়ে ৯ জুলাই করা হচ্ছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘দেশীয় অর্থনীতিতে আদর্শ পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামাঞ্চলে চাহিদা বাড়ছে। স্বাভাবিক বৃষ্টি, সরকারি প্রকল্প দ্রুত শেষ হওয়া, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকার প্রভাব পড়ছে শেয়ার সূচকে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)