যাতায়াতের নির্দিষ্ট এলাকার বাইরে কোনও গাড়ি দুর্ঘটনা ঘটালে এবং তাতে কেউ হতাহত হলে বিমাকারী ব্যক্তিকে বিমার টাকা দিতে বাধ্য বিমা সংস্থা। দুর্ঘটনায় বিমার সুবিধা সংক্রান্ত মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। বেঞ্চ বলেছে, গাড়ি বিমার উদ্দেশ্য দুর্ঘটনা ঘটলে তার মালিক বা চালককে ক্ষতিপূরণের দায় থেকে মুক্ত রাখা। গাড়িটি যাতায়াতের অনুমোদিত এলাকার বাইরে দুর্ঘটনা ঘটিয়েছে বলে আহত বা মৃতের পরিবারকে বিমার সুবিধা থেকে বঞ্চিত করা অন্যায়। ২০১৪-এক একটি বাস মোটরবাইককে ধাক্কা মারে। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। গাড়ি দুর্ঘটনাজনিত বিমার টাকা দাবি সংক্রান্ত ট্রাইবুনাল ১৮.৮৬ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। সেই নির্দেশই বহাল রইল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)