এক সময় দেশ জুড়ে ঝড় তুলেছিল রতন টাটা এবং সাইরাস মিস্ত্রির বিরোধ। সাইরাস ও টাটা দু’জনেই প্রয়াত হয়েছেন। তবে তার পরেও যে টাটা-মিস্ত্রিদের সম্পর্কে তিক্ততা কমেনি, টাটা ট্রাস্টস-এর অভ্যন্তরীণ বিবাদে তা ফের স্পষ্ট হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এ বারের মুখ রতন টাটার সৎ ভাই, টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা এবং সেখানকার সদ্য প্রাক্তন ট্রাস্টি মেহলি মিস্ত্রি, সাইরাসের নিকটাত্মীয়।
ট্রাস্ট পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে নোয়েলের সঙ্গে ঝামেলা চলছে মেহলির। এর মধ্যেই মেহলিকে সারা জীবনের জন্যট্রাস্টি নিয়োগের প্রস্তাব দিয়ে গত সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করেন টাটা ট্রাস্টসের সিইও। আজ তাঁর মেয়াদ শেষ হলেও, নোয়েল-সহ পর্ষদের সকলের অনুমোদনে পুনর্নিয়োগ হওয়ার কথা। তবে বিরোধের আবহে সেই সায় তিনি পাবেন কি না, তা নিয়ে চড়ছিল সংশয়। আশঙ্কা মিলিয়েই পুনর্নিয়োগে আপত্তি জানান নোয়েল এবং অন্য দুই ট্রাস্টি বেণু শ্রীনিবাসন ও বিজয় সিংহ। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, মেহলি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেলে ফের টাটা-মিস্ত্রির আইনি লড়াই শুরু হবে। এর আগে সাইরাসকে আচমকা টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে বিতাড়িত করার পরে টাটা-মিস্ত্রির দীর্ঘ আইনি দ্বৈরথ দেখেছে দেশ। এ দিন সেই স্মৃতি ফিরেছে সংশ্লিষ্ট অনেকের মনেই।
উল্লেখ্য, গত সপ্তাহে সারা জীবনের জন্য বেণুর নিয়োগে মেহলি-সহ ট্রাস্টসের পর্ষদের সকলে সায় দেন। তবে মেহলির জন্য সায় দেননি বেণু।তাঁর পুনর্নিয়োগ অনুমোদন করেন তিন ট্রাস্টি। মেহলি পরবর্তী পদক্ষেপ জানাননি। কিন্তু সূত্র বলছে, তাঁর সামনে আইনি লড়াইয়ের পথ খোলা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)