Advertisement
০২ মে ২০২৪
Dollar and Indian Currency

টাকার দাম তলানিতে

বুধবার মুদ্রার বাজারে লেনদেনের মধ্যবর্তী সময়ে ডলারের নিরিখে টাকা নজিরবিহীন তলানিতে ঠেকে। ১ ডলারের দাম ৪ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৩.৪১ টাকা। তবে দিনের শেষে দর দাঁড়ায় ৮৩.৪০ টাকা।

An image of Dollar and Money

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ০৯:০৪
Share: Save:

গত বেশ কয়েক মাস টাকা নিম্নমুখী। বুধবার মুদ্রার বাজারে লেনদেনের মধ্যবর্তী সময়ে ডলারের নিরিখে তা নজিরবিহীন তলানিতে ঠেকে। ১ ডলারের দাম ৪ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৩.৪১ টাকা। তবে দিনের শেষে দর দাঁড়ায় ৮৩.৪০ টাকা। তা বাজার বন্ধের সময়ের রেকর্ড ঠিকই, তবে আগেও টাকা এই জায়গায় নেমেছে।

জিডিপি বৃদ্ধির হার, অশোধিত তেলের দাম, শিল্পোৎপাদন-সহ জাতীয় অর্থনীতির অধিকাংশ মাপকাঠি এখন ভারতের অনুকূলে। নভেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার ৫.৫৫ শতাংশে পৌঁছলেও তা রিজ়ার্ভ ব্যাঙ্ক নির্ধারিত সহনসীমার (৬%) মধ্যে। তা সত্ত্বেও টাকার দাম কমছে কেন? হিসাব বিশেষজ্ঞ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্তের কথায়, ‘‘ডলার শক্তিশালী হলেও টাকা দুর্বল হয়েছে এমনটা বলা যাবে না। আমেরিকার মুদ্রার দাম বিশ্ব জুড়েই বাড়ছে। তার প্রেক্ষিতে টাকার দাম কমলেও আতঙ্কের কিছু নেই।’’ একই সুরে পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘অনেকে মনে করছেন আমেরিকায় সুদ বাড়লে সে দেশে পুঁজি ঢোকা বাড়বে। তাতে ডলার আরও বাড়তে পারে। তা আঁচ করে অনেকে ডলারে লগ্নি করছেন। তাতেও ডলার চড়ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE