E-Paper

কেন্দ্রীয় অর্থ খরচ করছে না রাজ্য, বঞ্চিত মৎস্যজীবীরা, অভিযোগ সংসদে

বিজেপি সাংসদ সৌমিত্র খান পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মৎস্য যোজনা এবং গবাদি পশু পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় বরাদ্দ এবং রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৭:৪১

—প্রতীকী চিত্র।

রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে যখন সরব তৃণমূলের সাংসদরা, তখন আজ লোকসভার প্রশ্নোত্তর পর্বে মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিংহ পাল্টা অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদাসীনতা নিয়ে। বিজেপি সাংসদ সৌমিত্র খান পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মৎস্য যোজনা এবং গবাদি পশু পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় বরাদ্দ এবং রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন। মৎস্যমন্ত্রীর জবাব ছিল, কেন্দ্রীয় অর্থ খরচ করছে না রাজ্য সরকার। এই প্রকল্পগুলিতে তাদের তরফে কোনও সহযোগিতাও নেই। তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গত পাঁচ বছরে মৎস্য খাতের উন্নয়নে কেন্দ্র ৫৪৫ কোটি টাকা বরাদ্দ করেছে, অথচ তৃণমূল সরকার খরচ করেছে মাত্র ৫১–৫৮ কোটি টাকা।’’

রাজীব বলেন, ‘‘গোটা দেশে মৎস্য ও জলজ চাষের উন্নয়নে ৯,১৮৯.৭৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের জন্যই ৯১০ কোটি বিনিয়োগের লক্ষ্য ধার্য হয়েছিল, যার কেন্দ্রীয় অংশ ৩৫০ কোটি টাকা।’’ অভিযোগ, ২০২০-২১ এবং ২০২১-২২ সালে রাজ্য সরকার কেন্দ্রের একাধিক অনুরোধ সত্ত্বেও একটি প্রকল্প প্রস্তাবও জমা দেয়নি। পরে ২০২২-২৩ থেকে কিছু প্রস্তাব পেশ করলেও, তা ছিল লক্ষ্যমাত্রার তুলনায় অত্যন্ত নগণ্য। অবশেষে ৫৪৫.১৬ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়, যার কেন্দ্রীয় অংশ ছিল ২২১.৭৮ কোটি টাকা। অথচ রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ব্যবহার হয়েছে মাত্র ৫৮.৫১ কোটি। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, এই ব্যর্থতা ও গাফিলতির কারণে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মৎস্যজীবী এবং চাষি তাঁদের ন্যায্য উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP Lok Sabha

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy